লাইপজিগের স্বপ্নযাত্রা এবং রেড বুলের নেপথ্য ভূমিকা
২০০৯ সালে রাজেন বলস্পোর্ট লাইপজিগ নামে অভ্যুদয় ঘটে নতুন ক্লাবটির। ২০০৯-১০ মৌসুমে প্রথমবারের মতো জার্মান ফুটবলে আনুষ্ঠানিকভাবে ম্যাচ খেলে তারা। প্রথম ম্যাচে অবশ্য দর্শক উপস্থিতি ছিল মাত্র ৩০ জন। নতুনভাবে নামকরণ করার ফলে প্রকৃত সমর্থকদের মাঝে বিভাজন ঘটে। কারণ এর আগে ২০০৫ সালে রেড বুল কর্তৃপক্ষ অস্ট্রিয়ান শীর্ষ স্তরের ক্লাব এসভি অস্ট্রিয়া সালজবুর্গের মালিকানা কিনেছিল। পরবর্তীতে দলটির নাম পরিবর্তন করে রেড বুল সালজবুর্গে রূপান্তর করে তারা। এরপর অফিশিয়াল ব্যাজ, জার্সির রং এবং ডিজাইন পরিবর্তনের পাশাপাশি ক্লাবের সকল কর্মকর্তা কর্মচারীকে অব্যাহতি দেয়া হয়। জার্মানিতেও এমনটা ঘটবে বলে আশঙ্কা করেছিল শহরের লোকজন।