হুট করে দুর্ঘটনাবশত তার করা জোরালো শটে বাম হাতটি ভেঙেই যায় ভঙ্গুর স্বাস্থ্যের সিলভার। তখন তার বয়স সবেমাত্র ৬। ডাক্তার এসে প্লাস্টার দিয়ে হাত বেঁধে দিতে দিতে ঘোষণা করলেন, এক মাস ধরে ফুটবল স্পর্শ করা সম্পূর্ণ বন্ধ। কিন্তু যার প্রথম প্রেম ফুটবলের সাথে, তার সামান্য হাত ভাঙাতে কী-ই বা আসে যায়! পরদিনই বাবাকে ডাকলেন সিলভা। বললেন, ‘বাবা, ফুটবল তো হাত দিয়ে খেলে না কেউ।’