মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘হার্ভার্ড ন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশন্স – ২০২০’ সম্মেলনে সোশ্যাল ভেঞ্চার চ্যালেঞ্জ (এসভিসি) প্রতিযোগিতায় বাংলাদেশি তরুণ মাহামুদুল হাসান তন্ময় (ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ), সাদমান সাকিব (ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি) এবং রিদওয়ানুল আরেফিন অর্ণব (বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস) এর সমন্বিত উদ্যোগে তৈরি প্রজেক্ট ‘কিউর’ অংশ নেয়। প্রজেক্ট ‘কিউর’ এর প্রতিনিধি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন মাহামুদুল হাসান তন্ময়। শেষপর্যন্ত বিশ্বের ৬০টি দেশ থেকে আগত প্রতিযোগীদের হারিয়ে বিজয়ী হিসেবে নিজেদের নাম লেখায় ‘কিউর’।
বিজয়ী হিসেবে তাদের রেজুলেশন প্রজেক্ট এর ফেলোশিপ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও প্রজেক্টটি বিশ্বসেরা বিবেচনায় রেখে একে প্রকৃত রুপ দেয়ার জন্য সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে।
এই সম্মেলনটির ৬৬তম সংস্করণে প্রায় ২,০০০ প্রতিনিধি অংশগ্রহণ করেছে বিশ্বের ৬০টি দেশ থেকে। সোশ্যাল ভেঞ্চার চ্যালেঞ্জ (এসভিসি) একটি ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতা, যা বিশ্বব্যাপী সামাজিক সমস্যাগুলোর সমাধান দিতে উৎসাহিত করে বিশ্ববিদ্যালয় ছাত্রদের অনুপ্রাণিত করার জন্য ডিজাইন করা হয়েছে।
এখানে উদ্যমী তরুণদেরকে তাদের প্রজেক্ট জমা দিতে আমন্ত্রণ জানানো হয়। সেখান থেকে বাছাই করা প্রজেক্ট বিশেষজ্ঞ বিচারকদের একটি প্যানেলের সামনে তিন দিনে তিন দফায় উপস্থাপন করতে হয়। এরপর চূড়ান্ত পর্যায়ে তারা সেরা প্রজেক্টের স্বীকৃতি দেয়, যা এবার অর্জন করেছে বাংলাদেশের প্রজেক্ট ‘কিউর’।
উল্লেখ্য, বাংলাদেশি তিন তরুণ (মাহামুদুল হাসান তন্ময়, রিদওয়ানুল আরেফিন অর্ণব ও সাদমান সাকিব) এর গড়া এই প্রজেক্ট কিউর এর আগেও ২০১৯ সালে মালেশিয়ায় অনুষ্ঠিত আল শার্ক ইয়ুথ কনফারেন্স এ সেরা ২০ প্রজেক্ট এবং জাপানের টোকিওতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইয়াং ইনোভেটরস সামিট-২০১৮ তে বিশ্বের সেরা ৫০টি প্রজেক্টকে পেছনে ফেলে ‘বেস্ট আইডিয়া ইনোভেশান অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল।