রানা-হাসান-মুগ্ধ: ওই নতুনের কেতন উড়ে
তরুণ পেসারত্রয়ীকে নিয়ে এখন সর্বত্রই আলোচনা। দেশের ক্রিকেটাঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে তাদের মাধ্যমে। প্রতিভা, সম্ভাবনার মেলবন্ধনে তারা প্রশংসিত হচ্ছেন। ভবিষ্যতে দেশের সম্পদ হওয়ার সব রসদই আছে তাদের মাঝে। বিসিবির বয়সভিত্তিক কাঠামো পেরিয়ে উঠে আসা এসব তরুণের প্রয়োজন সঠিক পরিচর্যা। সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে গড়ে তুলতে হবে রানা-হাসানদের।