হায়দার: এক কাশ্মিরী হ্যামলেটের ট্রমাটিক ভ্রমণ
উইলিয়াম শেক্সপিয়ারের ষোড়শ শতাব্দীর বিখ্যাত ট্র্যাজেডি ‘হ্যামলেট’- কে কাশ্মিরের প্রেক্ষাপটে নির্মাণ করেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। সাথে রয়েছে কাশ্মিরী সাংবাদিক বাশারত পীরের স্মৃতিকথা ‘কারফিউড নাইট’ এর সহযোগীতা।