বাগেরহাট: এক হারানো শহরের আখ্যান
বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন “15 Lost Cities of the World” শীর্ষক একটি তালিকা প্রকাশ করেছিল। সেখানে মাচু পিচু, ইৎজা, মেমফিস, বেবিলন, পম্পেই কিংবা ট্রয়ের মতো প্রাচীন কিংবদন্তীর শহরের পাশাপাশি জায়গা পেয়েছিল আরো একটি শহর: মসজিদের শহর বাগেরহাট।