পাউলা হিটলার: বোন হিসেবে অ্যাডলফ হিটলারের বিপরীত ছিলেন যিনি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে পাউলা এবং এর্বিন জেকেলিয়াস নামক এক নাৎসি উচ্চপদস্থ অফিসারের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যে অফিসার যুদ্ধের সময় ৪০০০ এর উপর মানুষকে গ্যাস চেম্বারে নির্যাতন করে হত্যা করেছিলেন বলে জানা যায়। কিন্তু তাদের প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে পারেনি।