এই দশকের সেরা প্রিমিয়ার লিগ একাদশ
এই ঘটনাবহুল দশকের সেরা একাদশ যদি নির্বাচন করা হয়, তবে কেমন হবে সেই একাদশ? দশ বছর সময়ে এই লিগে খেলে গেছেন অনেক তারকা খেলোয়াড়, তাদের মধ্য থেকে মাত্র ১১ জন বেছে নেওয়া কিছুটা দুঃসাধ্য তো বটেই। তবুও আমরা চেষ্টা করেছি ২০০৯-২০১৯ সালের পারফরম্যান্স বিচার করে ৩-৫-২ ফর্মেশনে একটি সেরা একাদশ বানানোর।