সিক্স ডিগ্রি সেপারেশন: আমরা পরস্পরের কতটুকু কাছাকাছি
সাতশো কোটি মানুষের ভিড়ে নিজেদের বড্ড একা বলে মনে হলেও, গণিত অার বিজ্ঞানের ভাষ্যটা এখানে একদমই ভিন্ন। গাণিতিক হিসেব বলছে, অাপনার যদি ৫০ জন মানুষ চেনাজানা থাকে, তবে অাপনি মোট ৫০’৬ বা ১৫.৬২ বিলিয়ন মানুষের সাথে যুক্ত থাকতে পারেন!