ইনজুরি ও প্রেমের ফাঁদে যেভাবে ধ্বংস হলো পাতোর ক্যারিয়ার
গত এক যুগে যে পজিশনের খেলোয়াড়ের অভাবে ব্রাজিলকে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে সেটা অবশ্যই স্ট্রাইকার পজিশন। শেষ তিন বিশ্বকাপেই ব্রাজিল যে অনুপাতে আক্রমণ করেছে, সেই অনুপাতে গোলের দেখা তারা পায়নি শুধুমাত্র একজন পারফেক্ট স্কোরারের অভাবে। অথচ এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না, এই সময়ের মধ্যে এমন দুইজন সম্ভাবনাময় স্ট্রাইকার এসেছিলেন যারা নিজেদের সম্ভাবনার কুঁড়ি ঠিকভাবে প্রস্ফুটিত করতে পারলে শুধু বিশ্বসেরা স্ট্রাইকার নয়, হয়তো বিশ্বসেরা খেলোয়াড় হিসেবেই নিজেদের প্রতিষ্ঠা করতে পারতেন। এদের মধ্যে একজন হচ্ছেন আদ্রিয়ানো যার ক্ষয়ে যাওয়ার গল্প আমরা আগেই বলেছি। আর অন্যজন হচ্ছেন আলেকজান্দ্রে পাতো, আজ তার নষ্ট হয়ে যাওয়ার গল্পটাই জানানোর চেষ্টা করবো।