পিটার চেক: পাদপ্রদীপের আড়ালে থাকা এক গোলরক্ষক
এই প্রজন্মের সেরা গোলরক্ষক কে – এই প্রশ্নের উত্তরে জিয়ানলুইজি বুফন ও ইকার ক্যাসিয়াসের নামই সবচেয়ে বেশি শোনা যাবে। আর সেটা হওয়াই স্বাভাবিক, দুইজনের অর্জনের খাতাই কানায় কানায় পূর্ণ। একজন ইতালির হয়ে বিশ্বজয় করেছেন অন্যজন স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন। দুইজনই ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে গেছেন। তাই এই দুইজনের শ্রেষ্ঠত্বের দ্বৈরথ নিয়ে কোনো সংশয় থাকার কথা না।
তবে একজন গোলরক্ষক আছেন যিনি এই দুই মহারথীর মতো স্পটলাইট না পেলেও পারফর্মেন্সের দিক থেকে এই দুইজনের থেকে খুব একটা পিছিয়ে থাকতেন না। তিনি চেলসি ও চেক প্রজাতন্ত্রের সর্বকালের সেরা গোলরক্ষক পিটার চেক।