বিশ্বের সবচেয়ে অল্পবয়সী রাজনৈতিক বন্দী: গেনডুন চোকি নিমা
১৯৯৫ সাল, গেনডুন চোকি নিমার বয়স যখন মাত্র ৬ বছর তখন তাকে আটক করে চীন সরকার। এর পর অনায়াসের ২৪ বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু কেউ তাকে এখনও দেখেনি। এত বছরে একবারও জনসম্মুখে আনা হয় নি পাঞ্চেন লামা তথা গেনডুন চোকি নিমাকে!