গত মৌসুমের পাট চুকেছে আগেই, আসছে মৌসুমও এখনও শুরু হয়নি। ইউরোপজুড়ে এখন তাই চলছে খেলোয়াড়দের ক্লাব বদল, চলছে হরেক রকমের নাটক। কে কে কোথায় যাবেন, কে যেতে চাচ্ছেন কিন্তু পারছেন না আবার কে যেতে না চাইলেও ক্লাব তাকে বেঁচে দিতেই পারে – এসব মিলিয়েই চলছে ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেট এই দলবদলের ভরা মৌসুমে।
তবে, এবার দলবদলের বাজারটা অন্যান্য যেকোন বারের চেয়ে বেশি জমজমাট, প্রায় সব বড় ক্লাবই নিজেদের দলের উন্নতির জন্য দলে ভিড়িয়েছে দারুণ সব খেলোয়াড়দের। তবে কারও ক্ষেত্রে দাম যেমন পড়েছে বেশি, তেমনি অনেককে অনেক ক্লাব পেয়ে গেছে বেশ সস্তায়। তবে চলুন, দেখে নেয়া যাক, আগামী মৌসুমে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে এমন সব দলবদলগুলো।