সত্তরের দশকের কান্ট্রি মিউজিক, ক্লাসিক মিউজিক ও সফট রক নিয়ে কাজ করা এই সামান্য ব্যান্ডেরই ছিল আমেরিকার বেস্ট সেলিং ৩টির মধ্যে ২টি অ্যালবাম। ৫টি নম্বর ১ সিঙ্গেল, ১৪টি টপ-৪০ হিটস, ৪টি নম্বর ১ অ্যালবাম ও ৬টি গ্র্যামি অ্যাওয়ার্ড খেতাবধারী ব্যান্ডের নামই ঈগলস, যার ভক্ত কমপক্ষে ৪০ মিলিয়ন। শুধু তা-ই নয়, তাদের নানা অর্জনের মধ্যে আরেকটি অর্জন হিসেবে, উপরের লাইনগুলোই প্রতিদিন নাসার নভোচারীদের ওয়েকআপ কল হিসেবে বাজানো হয়! এমনকি বিদ্যুৎবিহীন কোনো এক অজপাড়াগাঁ এর ক্যাসেট প্লেয়ারেও বেজে ওঠে ঈগলসের গাওয়া সেই বিখ্যাত হোটেল ক্যালিফোর্নিয়া।