কোভিড-১৯: নিজেকে সুরক্ষিত রাখার কৌশল
এটা আর বলার অপেক্ষা রাখে না, ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্তা who ঘোষিত কোভিড-১৯ মহামারীর মহাবিপদের সামনে আমরা। এই হেলথ রিলেটেড হেজার্ড আমরা কিভাবে মোকাবেলা করে সংক্রমণের ঝুঁকি এড়িয়ে সাস্ব্য সুরক্ষা নিশ্চিত করতে পারি তার একটা ইঞ্জিনিয়ারিং “Hierarchy Safety Control Measures” টেকনিক ফলো করে দেখা যেতে পারে।