চীনের পশুপাখির বাজার, বিশ্বজুড়ে মহামারী এবং আমাদের ভবিষ্যৎ
সামুদ্রিক আর প্রান্তিক বনাঞ্চল এলাকায় গড়ে উঠা একইধরনের বাজারে বিলুপ্তপ্রায় প্রাণীর এক অদ্ভুত সমাহার দেখা যায়। আর চীনের এই পশুপাখি-মাংসের বাজার থেকেই বারবার জন্ম নিচ্ছে একেকটি বৈশ্বিক মহামারী।