বিশ্ব পরিবেশ দিবস: সময় এবার প্রকৃতির জন্য
৫ই জুন সচেতনতা সৃষ্টির দিন, কৃতজ্ঞতা প্রকাশের দিন, পরিবেশকে নতুন চোখে দেখার দিন, পরিবেশ সংরক্ষণের কাজে নিজেকে জড়ানোর দিন। এই দিনের কাজ, এই দিনের শিক্ষা ছড়িয়ে দিন সারা বছর জুড়ে। তবেই পরিবেশ দিবস পাবে তার সার্থকতা।