ভাষার মাস ফেব্রুয়ারির ৬-৭ তারিখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট সাহিত্য সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী সাহিত্য মেলা ‘BUET LIT FEST 2023’।
৬ ফেব্রুয়ারি দুপুর থেকে বুয়েট ক্যাম্পাস মুখরিত থাকে বই বিনিময় উৎসবে। সেখানে গান পরিবেশন করে বুয়েটের অন্যতম জনপ্রিয় ক্লাব ‘মূর্ছনা:বুয়েট’।
বিকাল সাড়ে ৫টা বাজতেই সবাই ক্লাস, ল্যাব শেষ করে ছুটে আসলো সাহিত্য কুইজ দিতে। বুয়েটের বাইরের অনেকেও ছিলেন এই প্রতিযোগিতায়। পুরো ইভেন্টে নানাভাবেই পাশে ছিল ‘বুয়েট-ব্রেনিয়াক্স’ ক্লাব।
সন্ধ্যা ঘনিয়ে আসলে শুরু হয়ে গেল সেদিনের সাহিত্য আড্ডা; “আমাদের সাহিত্য: কাহিনীর জল্পনা কল্পনা ও সত্যতার পরম্পরা”। অতিথি হিসেবে ছিলেন আহমাদ মোস্তফা কামাল এবং শিবব্রত বর্মণ।
৭ ফেব্রুয়ারি দুপুরে ক্লাসের বিরতিতে শিক্ষার্থীরা এলো বুয়েট সেমিনার রুমে। কারণ, সেশন নেবেন প্রাক্তন দুজন স্বনামধন্য বুয়েটিয়ান আব্দুল্লাহ ইবনে মাহমুদ এবং এনায়েত চৌধুরী; সেশন- “যন্ত্রবিদ্যা ছেড়ে লেখালেখি: ভবিষ্যত কী বলে?”
এরপরই চলে আসে সবার বহু প্রতীক্ষিত বিকাল! যে বিকেলে উপস্থিত ছিলেন বিখ্যাত ওয়েবসিরিজ ‘কারাগার’-এর কারিগরেরা! “কারাগারে সাক্ষী ছিলো শিরস্ত্রাণ” নামে সেশনে অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন বুয়েটিয়ান লেখক সুহান রিজওয়ান এবং চিত্রপরিচালক সৈয়দ আহমেদ শাওকী।
সন্ধ্যার পর বাকি সময়টা কেটে যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বুয়েটের আরো কিছু ক্লাবের পারফরম্যান্সে। একটি সাহিত্য প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছিল কয়েকটি বিভাগে; ছিল ২৫ হাজার টাকার পুরস্কার। বিচারক হিসেবে ছিলেন সুহান রিজওয়ান, হাসান শিবলী এবং মোস্তফা মনোয়ার আকিব। এই সেশনে উপস্থিত ছিলেন বুয়েট সাহিত্য সংসদের মডারেটর প্রফেসর ফারসীম মান্নান মোহাম্মদী, এবং বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক ড. মিজানুর রহমান রফিক।
বুয়েট ডিবেটিং ক্লাবের আয়োজনে ছিল ‘স্রষ্টা বনাম সৃষ্টি’ শিরোনামে একটি সাহিত্য বিতর্ক। কন্ঠ্য: বুয়েট ক্লাবের আয়োজনে ছিল কবিতা আবৃত্তি। আর বুয়েট ড্রামা সোসাইটির আয়োজনে অদ্ভুত সুন্দর একটি শ্রুতি নাটক।
এরপর রাতের সেশনে ছিলেন আনোয়ারা সৈয়দ হক। সবশেষে ‘আমাদের গান’ দিয়ে শেষ হয়ে গেলো মেলা। গান গাইতে এসেছিলেন আসির আরমান, অর্ঘ্য দেব এবং সায়েম জয়।