বাংলাদেশে কৃষি সম্প্রসারণ কেন প্রয়োজন?
সভ্যতার শুরু থেকে আজকের আধুনিক যুগ পর্যন্ত মানুষ চলে এসেছে অনেক দূর। এক মহাদেশ থেকে অন্য মহাদেশ অতিক্রম করা তো দূর অতিত এখন মানুষ পা রাখছে চাঁদের বুকে স্বপ্ন দেখছে মঙ্গল বিজয়ের। কিন্তু এই সুদীর্ঘ সময়েও কৃষক এবং কৃষির গুরুত্ব কখনওই কমেনি বরং দিন দিন বেড়েছে। মানুষ দিন দিন আবিষ্কার করছে নতুন নতুন প্রযুক্তি যা কৃষির উন্নতিতে সর্বোপরি মানব জাতির কল্যাণে ব্যবহার করাই আজকের কৃষতে এতো জয়জয়কার বয়ে এনেছে। কিন্তু বিজ্ঞানের এই কল্যাণকর অবদান কৃষকের কাছে পৌঁচে তো দিতে হবে। এই কাজটিই করে থাকে বাংলাদেশে কৃষি মন্ত্রণালয় এর অধিনে কাজ করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।