রোর বাংলার পাঠকদের জন্য সেই ঐতিহাসিক প্রতিবেদনটি বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হচ্ছে। তবে একটি বিষয় এখানে লক্ষণীয় যে, প্রতিবেদনটিকে কোনোভাবেই শতভাগ নির্ভুল বলা যাবে না। এখানের বিভিন্ন শব্দচয়ন বা ঘটনা বর্ণনায় যে ভুলভ্রান্তি থাকতে পারে, সেটি স্বীকার করে নিয়েছে স্বয়ং ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ কর্তৃপক্ষই। একটি বড় ভুল লেখার শুরুতেই দেখতে পাবেন, যেখানে ডেটলাইনের জায়গায় ‘ঢাকা, পাকিস্তান’ লেখা হয়েছে, যদিও ঢাকা তখন ইতোমধ্যেই বাংলাদেশের রাজধানী।