Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

সাফল্যের ৫৪ বছরে সবার প্রিয় রুনা লায়লা

“বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না”, “আল্লাহ মেঘ দে”, “একা একা কেন ভালো লাগে না”, “ইস্টিশনে রেলগাড়িটা”, “সাধের লাউ”, “খাঁচার ভিতর অচিন পাখি” – আরও শ’খানেক নাম বলা যাবে এমন অসাধারণ জনপ্রিয় কিছু বাংলা গান যার কণ্ঠে শুনে আমরা অভ্যস্ত, তিনি আর কেউ নন, রুনা লায়লা। সময় গড়িয়ে যায়, কিন্তু এই গানগুলোর মুগ্ধ করার ক্ষমতা কমে না, বরং দিন দিন বেড়েই চলে।

১৯৬৪ সালে আনুষ্ঠানিকভাবে সংগীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করার পর দেখতে দেখতে ৫৪ বছর পূর্ণ করলেন এই চিরসবুজ গানের পাখিটি, যাকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সংগীত শিল্পী।

শৈশব ও পারিবারিক জীবন

রুনা লায়লার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী কলকাতার কাস্টমস অ্যান্ড এক্সচেঞ্জ বিভাগের কর্মকর্তা ছিলেন এবং মা অমিতা সেন বিদ্যাসাগর স্ট্রিটের গায়িকা ছিলেন। ১৯৪৭ সালে অমিতা সেন এমদাদ আলীর সংসারে আমিনা লায়লা হয়ে আসেন। এরপর ১৯৪৮ সালে জন্ম হয় বড় মেয়ে দীনা লায়লার। ১৯৫২ সালের ১৭ নভেম্বর এমদাদ-আমিনার ঘর আলো করে জন্ম নেন রুনা লায়লা। পূর্ব পাকিস্তানে তার জন্ম, যেটি বর্তমানে সিলেট অঞ্চলের অন্তর্গত।

দুই বোন ও এক ভাইয়ের পরিবার রুনার; Image Source: Credit to Dr. Ghulam Nabi Kazi (flickr.com)

গানের ছোঁয়া এমদাদ আলীর পরিবারে বেশ আগে থেকেই ছিল। বিখ্যাত গায়িকা আঞ্জুমান আরা ছিলেন তার ভাগিনী। গানের প্রতিভা রুনার বড় বোন দীনার মধ্যে দেখা দেয় খুব ছোটবেলায়, তাই বাসায় ওস্তাদ রাখা হল তার জন্য। মাত্র ৪ বছর বয়সেই দীনা লায়লা তার অসাধারণ সংগীত প্রতিভায় সবাইকে বিস্মিত করেন।

অন্যদিকে, বাবা-মা চাইতেন শিল্পের আরেক ধারা নৃত্যে যেন পারদর্শী হয়ে উঠেন রুনা। তাই করাচির বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে ‘কত্থক’ ও ‘ভরতনাট্যম’ শেখেন রুনা ৪ বছর। নাচে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলেও রুনার মন পড়ে থাকতো গানে। তাই বড় বোন দীনা যখন ওস্তাদ আব্দুল কাদের ভূপালির কাছে গান শিখতেন, তখন বোনের পাশে বসে পাঁচ বছরের রুনা গান শেখা দেখতেন। পরে নিজে নিজে সেই গান গাওয়ার চেষ্টা করতেন। রেডিওতে যখনই কোনো গান শুনতেন, তৎক্ষণাৎ তা নিজে গাওয়ার চেষ্টা করতেন।

তার এই প্রতিভা কারো নজর এড়ায়নি। বিশেষ করে ওস্তাদ আব্দুল কাদের ভূপালির। শুরু হলো রুনার গানের জীবন। এরপরে তিনি ওস্তাদ হাবীব উদ্দিন আহমেদ, আব্দুল কাদেরের মতো আরও গণ্যমান্য ওস্তাদের সান্নিধ্য লাভ করেন।

প্লেব্যাক জীবনে প্রথম পদক্ষেপ

১২ বছর বয়স পর্যন্ত রুনার অসাধারণ সংগীতপ্রতিভা শুধু পরিবারের গণ্ডির মধ্যেই ছিল। করাচির সেন্ট লরেন্স কনভেন্টে একই সাথে পড়তেন দুই বোন। করাচির ওল্ড বয়েস অ্যাসোসিয়েশন থেকে আন্তঃবিদ্যালয় গানের প্রতিযোগিতায় তাদের স্কুল থেকে দীনা লায়লাকে মনোনীত করা হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে দীনার গলায় ব্যথা শুরু হলে রুনা লায়লাকে তার জায়গায় গান গাইতে পাঠানো হয়। সেদিনের কথা মনে করে রুনা বলেন, “সেদিন আমি আমার চেয়ে দ্বিগুণ বড় সেতার নিয়ে শাস্ত্রীয় সংগীত গেয়েছিলাম। আম্মা বলেছিলেন, ঐদিন নাকি আমি সবাইকে মাৎ করে দিয়েছিলাম।” বলা বাহুল্য, সেদিন তিনি প্রথম হয়েছিলেন।

১৯৭৬ সালে প্রকাশিত ‘সিন্সিয়ারলি ইওরস’ অ্যালবামের কভার; Image Source: saregama.com

প্রথম লোকসমক্ষে গাওয়ার ফলে ২ বছর পরও লোক রুনাকে মনে রাখে। ফলে ১৯৬৫ সালে পাকিস্তানি চলচ্চিত্র ‘জুগনু’তে একটি ১২ বছরের ছেলের কণ্ঠের গানের জন্য তাকে প্রস্তাব দেয়া হয়। গানের শিরোনাম ছিল “গুড়িয়া সি মুন্নি মেরি”। এই গানের জন্য সংগীত পরিচালক মনজুর হোসেন একমাস রুনাকে তাগড়া প্রশিক্ষণ দেন। রুনার মতে, তার ঈশ্বর-প্রদত্ত কণ্ঠকে প্লেব্যাকের জন্য ঘষে-মেজে পলিশ করেছেন মনজুর হোসেন।

জুগনুতে প্লেব্যাক শিল্পী হওয়ার পর আর পেছনে ফিরে দেখতে হয়নি রুনাকে। ১৯৬৬ সালে উর্দু চলচ্চিত্র ‘হাম দোনো’র জন্য তাকে “উনকি নাজরোসে মোহাব্বাতকা জো পেয়গাম মিলা” নামের একটি গজল গাইতে বলা হয়। এছাড়াও তিনি “জানে মান ইতনা বাতা দো”, “কাটে না কাটে রাতিয়া”, “দিনওয়া দিনওয়া ম্যা গিনু”, “হামে খো কার বহত” ইত্যাদি আরও অনেক বিখ্যাত গান পাকিস্তানি চলচ্চিত্রের জন্য প্লেব্যাক গেয়েছেন।

১৯৭০ সালের মধ্যেই তিনি প্রায় ১০০০টি গান রেকর্ড করে ফেলেছিলেন। ১৯৭২ সালে, মাত্র ১৯ বছর বয়সে তিনি তার নিজের গানের অনুষ্ঠান ‘বাজমে লায়লা’ শুরু করেন। এটি করাচি টিভিতে প্রতি দুই সপ্তাহ পর পর দেখানো হতো এবং এটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু শুধু গানের জন্য নয়।

তখনকার সময় গান গাওয়ার অর্থ শুধুই গান গাওয়া ছিল। গানের ক্ষেত্রে গায়কের শরীর ও অঙ্গভঙ্গিরও যে একটি ভূমিকা আছে, তা সর্বপ্রথম শেখান রুনা লায়লা। যাকে আমরা ‘পারফর্ম’ করা বলি, তিনি তা-ই করেছিলেন, সেই ১৯৬০ এর দশকে, তা-ও করাচির মতো শহরে।

গান ও নাচের মেলবন্ধনের নাম রুনা লায়লা; Image Source: dhakatribune.com

বাজমে লায়লা-তে গান গাইতে এলে রুনা প্রায়ই পরতেন শাড়ি, প্যান্ট-শার্ট, ম্যাক্সি- যা তখন অভাবনীয় ছিল। পরিচালকরা অবশ্য দর্শকের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত ছিলেন। এর জবাবে রুনা বলেন,

“দিস ইজ মাই ইমেজ, দিস ইজ মাই পারসোনালিটি, দিস ইজ মি। আমি এভাবেই নিজেকে উপস্থাপন করতে চাই। আমি যা না, সেভাবে আসতে চাই না।”

দর্শকরাও মেকি রুনা নয়, পর্দায় দেখানো প্যান্ট-শার্ট পরিহিত আসল রুনাকেই সাদরে অভ্যর্থনা জানালেন।

এর মধ্যেই ১৯৬৮ সালে এসএসসিতে প্রথম বিভাগ ও ১৯৭০ সালে এইচএসসিতে ২য় বিভাগে উত্তীর্ণ হলেন রুনা। ১৯৭৪ সালে বাবার পরামর্শে সপরিবারে নিজের দেশ বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি। অথচ ততদিনে উর্দু ফিল্ম ইন্ডাস্ট্রি রুনা ছাড়া চলে না।

তার উর্দু ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাওয়ার শোকে সে বছর ‘ডন’ পত্রিকা ‘এন্ড টু এ গ্লোরিয়াস চ্যাপ্টার’ শিরোনামে ৩ কলামের এক সংবাদ ছাপায়। ‘পাকিস্তানের ছায়াছবি ও টেলিভিশন থেকে রুনা লায়লার শূন্যতা দূর করা কি সম্ভব?’ শিরোনামে একটি নিবন্ধ ছাপা হয় পাকিস্তানের ‘লিডার’ পত্রিকায়।

হিন্দি গানেও সমান খ্যাতি

১৯৭৪ সালে দেশে ফিরে এসে সেবারই ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপসের (আইসিসিআর) আমন্ত্রণে ভারত সফর করেন রুনা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশও করেন। কল্যাণজি-আনন্দজির সুরে হিন্দি ছবি ‘এক সে বারকার এক’- এর টাইটেল সংয়ের প্লেব্যাক ছিল তার প্রথম হিন্দি গান। এছাড়া “দামাদাম মাস্ত কালান্দার” এর কথা আমরা সবাই জানি- যার জন্য ভারতে তার নাম হয়েছিল ‘দামদাম গার্ল’। তার গাওয়া অন্যান্য হিন্দি গানের মধ্যে আছে “দে দে পেয়ার দে”, “আও সুনলো”, “মেরা বাবু ছেল ছাবিলা” ইত্যাদি

গ্রেট গজলস (১৯৮৪) রেডিও রেকর্ডের কভার; Image Source: nts.live

বাংলা-হিন্দি-উর্দু ছাড়াও গুজরাটি, পাঞ্জাবী, সিন্ধি, পশতু, বেলুচি, আরবি, পারসিয়ান, মালয়, নেপালি, জাপানী, ইতালীয়, স্প্যানিশ, ফরাসী ও ইংরেজিসহ ১৭টি ভাষায় তিনি গান গেয়েছেন।

আন্তর্জাতিক খ্যাতি ও পুরস্কার

পাকিস্তানি সংগীত পরিচালক-সুরকার নিসার বাজমির বেশ কয়েকটি গান গেয়েছিলেন রুনা। মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠান তাকে নিসার বাজমির গান গেতে বলে। রুনা প্রতিদিন ১০টি করে তিনদিনে নিসার বাজমির মোট ৩০টি গান রেকর্ড করেন, যা পৃথিবীর একদিনে রেকর্ড করা সবচেয়ে বেশি গানের জন্য গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠায়।

১৯৮২ সালে বাপ্পি লাহিড়ী তার বন্ধু রুনা লায়লার কণ্ঠে লন্ডনে একটি পপ অ্যালবাম তৈরি করেন, নাম ‘সুপারুনা’। রুনার অন্যান্য গানের মতো এটিও অসামান্য জনপ্রিয়তা পেয়েছিল। এই অ্যালবামটি রেকর্ড করা হয় লন্ডনের অ্যাবি রোড স্টুডিওসে, যেখানে বিখ্যাত ব্যান্ড বিটলস তাদের গান রেকর্ড করতো। রুনা লায়লা ব্যতীত উপমহাদেশের কেউই এই সম্মান লাভ করেননি। শুধু তা-ই নয়, এই অ্যালবামের ১ লক্ষ কপি বিক্রি হয়েছিল এর রিলিজের দিনই! এর জন্য রুনা পান গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড।

রুনা লায়লা স্বাধীনতা-পূর্ব পাকিস্তান এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশকে তো গর্বিত করেছেনই, সেই সাথে বিশ্বের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে বাংলা গান ও বাংলাদেশকে পরিচিত করিয়েছেন। এই পর্যন্ত তিনি ১৮টি ভাষায় ১০,০০০ এর মতো গান গেয়েছেন, কনসার্ট করেছেন ম্যাডিসন স্কয়ার, সিডনি অপেরা হাউজসহ যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, জাপান, রাশিয়া, সুইডেনসহ এমন সব জায়গায় যেখানে পৌঁছানোর শুধু স্বপ্নই দেখেন অনেক সংগীতশিল্পী।     

তিনি আজ পর্যন্ত ৩০০টিরও বেশি পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে আছে ভারতের স্যায়গাল অ্যাওয়ার্ড, ২ বার জিতেছেন পাকিস্তানের নিগার পুরস্কার, কালাকার পুরস্কার। বাংলাদেশ থেকে ৬ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা পুরস্কার। এ বছর জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে দেয়া হয় ফিরোজা বেগম স্মারক স্বর্ণপদক।

বর্তমানে কেমন আছেন রুনা?

এত বর্ণাঢ্য জীবন পার করার পরও একেবারে মাটির মানুষ রুনা লায়লা। সংগীতকে ভালোবাসেন মনে প্রাণে। কিন্তু কষ্ট পান, যখন দেখেন বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সেই আগের মতো নেই।

“আমাদের সময় একটি গান রেকর্ডের আগে শিল্পী নিজে নিজে দুয়েকদিন প্র্যাকটিস করতেন, এরপর দু’দিন অন্য শিল্পীদের সাথে প্র্যাকটিস করতেন। তারপর সেই গান লাইভ রেকর্ড করতেন। কিন্তু এখন সবার মধ্যে অনেক তাড়াহুড়া।”

প্রিয় ব্যক্তিত্ব লতা মুঙ্গেশকরের সাথে রুনা; Image Source: en.prothomalo.com

নতুন শিল্পীদের গান রেকর্ড ও খ্যাতি অর্জনের তাড়াহুড়া দেখে তিনি সবাইকে পরামর্শ দেন এক-দুদিনের খ্যাতিতে ভুলে না থেকে গানকে জীবনের একটি অংশ ভাবতে শেখা উচিত।

সম্প্রতি রুনা লায়লা বাংলা গান কম্পোজিংয়ে মনোযোগ দিয়েছেন, করেছেনও কয়েকটা। স্বামী অভিনেতা আলমগীরের ছবি ‘একটি সিনেমার গল্প’ (২০১৮) এর জন্যও গান কম্পোজ করছেন রুনা। 

এত ডালপালা মেলা জীবনের শেকড় কোথায় জানতে চাইলে তিনি বলেন,

“আর্টিস্টরা হচ্ছেন বাতাসের মতো। আমাদের নির্দিষ্ট কোনো বাসস্থান বা শেকড় নেই। নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে আমাদের আবদ্ধ করা বোকামি ছাড়া কিছু নয়……আমি নিজেকে ছিন্নমূল ভাবি না, আমি বরং পুরো বিশ্বেরই অন্তর্গত।”

This article is in Bangla language. It discusses about Runa Layla, a famous Bangladeshi singer. Necessary sources have been hyperlinked.

Feature Image: newagebd.net

Related Articles