অমৃতা শের-গিল: ভারতের ফ্রিদা কাহলো
ভারতীয় চিত্রকলার ইতিহাসের অন্যতম পথিকৃৎ অমৃতা শের-গিলের সৃষ্টিগুলো যেন তাঁর সাহসী জীবনেরই প্রতিচ্ছবি। শের-গিলের ছবিতে উঠে এসেছে নারীদের পর্দার আড়ালে থাকা সাদা-কালো জীবনের মুখচ্ছবি, উঠে এসেছে তৎকালীন ব্রিটিশ অধ্যুষিত ভারতীয় পটভূমির সত্যিকারের চিত্র।