এলিজাবেথ হোমস: স্বপ্নদর্শীর আড়ালে এক প্রতারক
পাঁচ বছর আগেও তাঁকে বলা হতো ‘দ্বিতীয় স্টিভ জবস’। সিলিকন ভ্যালির অন্যতম সুপারস্টার মনে করা হতো তাঁকে। কিন্তু এখন তাঁকে সবাই একজন প্রতারক ও মিথ্যাবাদী হিসেবেই জানে। কীভাবে তিনি তারকাখ্যাতি পেলেন, আর কীভাবে তাঁর পতন ঘটলো তা নিয়েই আজকের লেখা।