বেশিরভাগ ক্ষেত্রেই সিনেমার মূল পরিকল্পনা থাকে পরিচালকের হাতে। সেগুলোকে পর্দায় তুলে ধরার এবং বাস্তবিক করার কাজটি করেন অভিনয়শিল্পীরা। ফলে কোনো সিনেমার যশ কিংবা খ্যাতি মানে এর নির্মাতা বা অভিনেতার ভূয়সী প্রশংসা।
কিন্তু সিনেমার মূল যে কাজ, অর্থাৎ ফ্রেমে একেকটা মুহূর্তকে বন্দী করা, চার দেয়ালের ভেতরে মূল গল্পটাকে নিয়ে আসা, দর্শকদের সিনেমার অন্তর্নিহিত অর্থকে জানানো। তাও আবার এত ছোট ফ্রেমে! এই জটিল ও সৃজনশীল কাজটি করে থাকেন একজন সিনেমাটোগ্রাফার।
২০০৭ সালের ১৩ জুলাই মারা গেলেন সিনেমা জগতের এক অখ্যাত তারকা। একজন সিনেমাটোগ্রাফার কে কে মহাজন। মহাজনই বলা চলে তাকে। আগের যুগের মহাজনদের মতোই পরিচালকেরা তার জালে জড়িয়ে থাকতেন।