চার্লস ল্যাম্ব: রোমান্টিক যুগের এক বিষণ্নপ্রাণ সাহিত্যিক
চিরদুখী চার্লস ল্যাম্ব জীবনটাকে যেভাবে চেয়েছিলেন সেভাবে কখনো পাননি, নিজের অনুভূতিগুলো তাই ছদ্মবেশে সাজিয়ে গেছেন সাহিত্যে। কালের ক্লিষ্টতায় জরাজীর্ণ একজন ল্যাম্ব রেখে গেছেন ছাপ মহাকালে, অন্তহীন অমরত্বে।