জেমস হাটন: আধুনিক ভূতত্ত্বের শুরু যার হাত ধরে
যুগে যুগে প্রথাগত ধারণাকে প্রশ্নবিদ্ধ করেই মানবসভ্যতা নতুন নতুন ধারণার জন্ম দিয়েছে, আর সেসব নতুন নতুন ধারণাই আমাদেরকে নিয়ে এসেছে বিজ্ঞান ও প্রযুক্তির শিখরে। আর জেমস হাটন ছিলেন এই প্রশ্নবিদ্ধ করা মানুষগুলোর মধ্যে অন্যতম একজন। তার করা প্রশ্নগুলোই ভূবিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছে, তার উত্তরগুলো জন্ম দিয়েছে নতুন সব ধারণার। আর সেকারণেই সংস্কারহীন মনের অধিকারী এই তুখোড় পর্যবেক্ষক ভূতত্ত্বে কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও আজ স্মরণিত “আধুনিক ভূত্তত্বের জনক” হিসেবে।