ডেনিস মুকওয়েগে: শান্তিতে নোবেলজয়ী এক চিকিৎসকের গল্প
মুকওয়েজ প্রায়ই তার পিতাকে এই রোগাক্রান্ত মানুষগুলোর সুস্থতা চেয়ে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করতে দেখতেন। এই রোগাক্রান্ত বুকাভু বালক মুকওয়েজের ওপর তখন ব্যাপক প্রভাব ফেলে। বলা চলে এই মহামারীর করালগ্রাসে থাকা বুকাভুই তার ভবিষ্যতের রাস্তা নির্ধারণ করে দেয়। আর ঠিক এ কারণেই বালক মুকওয়েজ সিদ্ধান্ত নেন বড় হয়ে তিনি চিকিৎসক হবেন। আর তার চিকিৎসক হওয়ার উদ্দেশ্যটা ছিল শুধুমাত্র অসুস্থ বুকাভুকে সুস্থ করে তোলা।কেননা মুকওয়েজ উপলব্ধি করেছিলেন প্রার্থনা না, বুকাভুকে বাচাতে প্রয়োজন চিকিৎসা, প্রয়োজন ঔষুধ। আর তাই তিনি তার বাবাকে বলেছিলেন, “You can pray, but I will give medicine.”