৭৫ তম গোল্ডেন গ্লোব: সম্পূর্ণ তালিকা

৭৫ তম গোল্ডেন গ্লোব পুরস্কার ঘোষিত হয়েছে। অস্কারের পরই বিনোদন জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর মধ্যে গোল্ডেন গ্লোব অন্যতম। প্রতি বছর জানুয়ারি মাসে পূর্ববর্তী বছর জুড়ে মুক্তি পাওয়া চলচ্চিত্র এবং টেলিভিশনে প্রচারিত ধারাবাহিকগুলোর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়।

শ্রেষ্ঠ চলচ্চিত্র (ড্রামা); Source: Golden Globe

বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র স্টিভেন স্পিলবার্গের ‘দ্য পোস্ট’ এবং ক্রিস্টোফার নোলানের ‘ডানকার্ক’ যথাক্রমে ৬টি এবং ৩টি বিভাগে মনোনয়ন পেলেও সবাইকে অবাক করে দিয়ে তারা একটিও পুরস্কার জিততে পারেনি। অধিকাংশ পুরস্কারই জিতেছে তুলনামূলকভাবে কম বিখ্যাত নির্মাতাদের চলচ্চিত্রগুলো। শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ সর্বোচ্চ চারটি বিভাগে পুরস্কার জিতেছে থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি।

টেলিভিশন বিভাগে আমাজন স্টুডিওর দ্য মারভেলাস মিসেস মেইজেল শ্রেষ্ঠ টিভি সিরিজ (কমেডি) সহ মোট দুটি পুরস্কার জিতেছে। এছাড়াও হুলুর দ্য হ্যান্ডমেইড’স টেলও শ্রেষ্ঠ টিভি সিরিজ এবং শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দুটি বাগিয়ে নিয়েছে। কিন্তু বছর জুড়ে আলোচিত নেটফ্লিক্সের স্ট্রেঞ্জার থিংস বা ক্রাউন একটিও পুরস্কার জিততে পারেনি। নেটফ্লিক্সের মাস্টার অফ নান শুধু শ্রেষ্ঠ অভিনয়ের জন্য একটি পুরস্কার পেয়েছে।

শ্রেষ্ঠ টিভি ধারাবাহিক; Source: Golden Globe

পুরস্কার ছাড়াও এবারের গোল্ডেন গ্লোবের আসরটি আলোচিত ছিল লিঙ্গ বৈষম্য এবং নারীদের প্রতি যৌন হয়রানির বিরুদ্ধে শক্ত অবস্থানের জন্য। ২০১৭ সালের পুরো বছর জুড়েই ‘মি টু’ হ্যাশট্যাগের মাধ্যমে নারীদের প্রতি যৌন হয়রানিমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল পুরো বিশ্ব, যার কেন্দ্র ছিল হলিউড। গোল্ডেন গ্লোবেও প্রায় প্রতিটি বিজয়ীর কণ্ঠেই সেই প্রতিবাদ ধ্বনিত হয়েছিল।

চলুন দেখে নিই বিভিন্ন বিভাগে কারা পেয়েছে বিনোদন জগতের এই সম্মানজনক পুরস্কার।

চলচ্চিত্র

শ্রেষ্ঠ চলচ্চিত্র (কমেডি অথবা মিউজিকাল); Source: Golden Globe

  • শ্রেষ্ঠ চলচ্চিত্র (ড্রামা): থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র (কমেডি/মিউজিকাল): লেডি বার্ড
  • শ্রেষ্ঠ অভিনেতা, প্রধান চরিত্র (ড্রামা): গ্যারি ওল্ডম্যান, ডার্কেস্ট আওয়ার চলচ্চিত্রের জন্য
  • শ্রেষ্ঠ অভিনেত্রী, প্রধান চরিত্র (ড্রামা): ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড; থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি চলচ্চিত্রের জন্য
  • শ্রেষ্ঠ অভিনেতা (কমেডি অথবা মিউজিকাল): জেমস ফ্রাঙ্কো; দ্য ডিজাস্টার আর্টিস্ট চলচ্চিত্রের জন্য
  • শ্রেষ্ঠ অভিনেত্রী (কমেডি অথবা মিউজিক্যাল): স্যাওরিস রোনান; লেডি বার্ড চলচ্চিত্রের জন্য

শ্রেষ্ঠ অভিনেতা গ্যারি ওল্ডম্যান; Source: BBC

  • শ্রেষ্ঠ অভিনেতা, পার্শ্ব চরিত্র (ড্রামা): স্যাম রকওয়েল; থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি চলচ্চিত্রের জন্য
  • শ্রেষ্ঠ অভিনেত্রী, পার্শ্ব চরিত্র (ড্রামা): অ্যালিসন জেনি; আই, টনিয়া চলচ্চিত্রের জন্য
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: গিয়ের্মো দেল তরো; দ্য শেপ অফ ওয়াটার চলচ্চিত্রের জন্য
  • শ্রেষ্ঠ চিত্রনাট্য: মার্টিন ম্যাকডোনাহ; থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি চলচ্চিত্রের জন্য
  • শ্রেষ্ঠ এনিমেশন চলচ্চিত্র: কোকো
  • শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র: ইন দ্য ফেড (জার্মানী)
  • শ্রেষ্ঠ অরিজিনাল স্কোর: দিস ইজ মি
  • শ্রেষ্ঠ সঙ্গীত: দিস ইজ মি; দ্য শেপ অফ ওয়াটার চলচ্চিত্রের জন্য

টেলিভিশন

শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী এলিজাবেথ মস; Source: Golden Globe

  • শ্রেষ্ঠ টেলিভিশন সিরিজ (ড্রামা): দ্য হ্যান্ডমেইড’স টেল
  • শ্রেষ্ঠ টেলিভিশন সিরিজ (কমেডি): দ্য মারভেলাস মিসেস মেইজেল
  • শ্রেষ্ঠ টিভি অভিনেতা (ড্রামা): স্টার্লিং কে ব্রাউন; দিস ইজ আজ সিরিজের জন্য
  • শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী (ড্রামা): এলিজাবেথ মস; দ্য হ্যান্ডমেইড’স টেল সিরিজের জন্য
  • শ্রেষ্ঠ টিভি অভিনেতা (কমেডি অথবা মিউজিক্যাল): আজিজ আনসারি; মাস্টার অফ নান সিরিজের জন্য
  • শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী (কমেডি অথবা মিউজিক্যাল): র‌্যাচেল ব্রসনাহান; দ্য মারভেলাস মিসেস মেইজেল সিরিজের জন্য

শ্রেষ্ঠ টিভি অভিনেতা ইওয়ান ম্যাকগ্রেগর; Source: BBC

  • শ্রেষ্ঠ সংক্ষিপ্ত সিরিজ অথবা টিভি চলচ্চিত্র: বিগ লিটল লাইজ
  • শ্রেষ্ঠ অভিনেতা, প্রধান চরিত্র (সংক্ষিপ্ত সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ইওয়ান ম্যাকগ্রেগর; ফার্গো সিরিজের জন্য
  • শ্রেষ্ঠ অভিনেত্রী, প্রধান চরিত্র (সংক্ষিপ্ত সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): নিকোল কিডম্যান; বিগ লিটল লাইজ সিরিজের জন্য
  • শ্রেষ্ঠ অভিনেতা, পার্শ্ব চরিত্র (সংক্ষিপ্ত সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): আলেক্সান্ডার স্কার্সগার্ড; বিগ লিটল লাইজ সিরিজের জন্য
  • শ্রেষ্ঠ অভিনেত্রী, পার্শ্ব চরিত্র (সংক্ষিপ্ত সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): লরা ডার্ন; বিগ লিটল লাইজ সিরিজের জন্য

ফিচার ইমেজ- Goldenglobes.com

Related Articles

Exit mobile version