চলতি বছর বড় বড় মিডিয়া এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সময় খুব একটা ভালো যায়নি বিশ্বব্যাপী লকডাউনের জন্য। সিনেমা হল বন্ধ থাকায় মানুষের প্রধান বিনোদনের উৎস ছিলো স্ট্রিমিং সার্ভিসগুলো।
তাই ওয়ার্নার ব্রাদার্স, ডিজনির মতো ইন্ডাস্ট্রিগুলো এ বছরকেই বেছে নিয়েছে আসন্ন সিনেমা, টিভি সিরিজের ঘোষণার জন্য। বছরশেষে ১০ ডিসেম্বর ডিজনি ‘ইনভেস্টর ডে ২০২০’তে অনেকগুলো ডিজনি প্লাস সিরিজ এবং সিনেমার ঘোষণা দেয়। এর অনেকটা জুড়েই রয়েছে মার্ভেল এবং লুকাস ফিল্মসের আসন্ন সিনেমা এবং সিরিজগুলো।
লুকাস ফিল্মসের সম্প্রতি শেষ হওয়া স্টার ওয়ার্সে সিক্যুয়েল ট্রিলজি নিয়ে দর্শক এবং সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া ছিল। ডিজনি নিয়ে স্টার ওয়ার্স ভক্তদের এ শঙ্কা লুকাস ফিল্মস দূর করে দেয় ডিজনি প্লাসে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ দিয়ে। জন ফাভরো নির্মিত এই টিভি সিরিজ দর্শক এবং সমালোচক, উভয়ের মন জয় করে নিয়েছে।
ডিজনির স্ট্রিমিং সার্ভিস ‘ডিজনি প্লাস’ এবং দ্য ম্যান্ডালোরিয়ানের সাফল্যেই হয়তো আসন্ন স্টার ওয়ার্স প্রজেক্টগুলোর মধ্যে ডিজনি প্লাস সিরিজই বেশি।
চলুন, একে একে দেখে নিই লুকাস ফিল্মসের আসন্ন সিনেমা এবং টিভি সিরিজগুলো।
অশোকা
অ্যানিমেটেড টিভি সিরিজ ‘স্টার ওয়ার্স: দ্য ক্লোন ওয়ার্স’ এবং ‘স্টার ওয়ার্স রেবেলস’-এর বিখ্যাত চরিত্র অশোকা তানোকে নিয়ে টিভি সিরিজ আনতে যাচ্ছে লুকাস ফিল্মস। সম্প্রতি ‘দ্য ম্যান্ডালরিয়ান’ সিরিজের দ্বিতীয় সিজনে প্রথমবারের লাইভ অ্যাকশন অশোকা তানোকে দেখা যায়।
ভক্তদের পছন্দের এই চরিত্রটিতে লাইভ অ্যাকশনে অভিনয় করেছেন রোজারিও ডওসন।
দ্য ম্যান্ডালরিয়ানে অশোকা তানোর এপিসোডটি পরিচালনা করেছিলেন ক্লোন ওয়ার্সের লেখক এবং স্টার ওয়ার্স রেবেলসের নির্মাতা ডেভ ফিলোনি। অশোকা নামে স্পিনঅফ এই সিরিজটিও তৈরি করবেন ডেভ ফিলোনি; সাথে আছেন দ্য ম্যান্ডালরিয়ান এর নির্মাতা জন ফাভরো। দ্য ম্যান্ডালরিয়ান সিরিজের টাইমলাইন এবং রোজারিও ডওসনের এই অশোকা সিরিজের টাইমলাইন হবে একই সময়ে। যার জন্য অশোকা সিরিজে দ্য ম্যান্ডালরিয়ানের কিছু চরিত্র দেখা যেতে পারে।
রেঞ্জার্স অভ দ্য নিউ রিপাবলিক
এই সিরিজের টাইমলাইনও দ্য ম্যান্ডালরিয়ানের সময়ে হবে। ডিজনি প্লাসের জন্য জন ফাভরো এবং ডেভ ফিলোনি তৈরি করবেন এই টিভি সিরিজটি। গল্প হবে ‘স্টার ওয়ার্স এপিসোড ৬: দ্য রিটার্ন অব দ্য জেডাই’য়ের (১৯৮৩) পরপর নিউ রিপাবলিকের রেঞ্জার্সদের নিয়ে। যেমন দ্য ম্যান্ডালরিয়ান সিরিজে নিউ রিপাবলিকান একজন পাইলটে কার্সন টেভার ভূমিকায় অভিনয় করেছেন পল সন হিওং লি।
স্টার ওয়ার্স ভক্তদের জন্য সবচেয়ে সুখবর হচ্ছে, ‘দ্য ম্যান্ডালরিয়ান’, ‘অশোকা’ এবং ‘রেঞ্জার্স অব দ্য নিউ রিপাবলিক’- এই তিনটি সিরিজ নিয়ে একটি ক্রসওভার ইভেন্ট হবে। লুকাস ফিল্মস তিনটি সিরিজকেই এক সুতায় বেঁধেছে, যাতে এক সিরিজের গল্পে অন্য সিরিজের চরিত্রগুলো সহজেই চলে আসতে পারে।
স্টার ওয়ার্স : রোগ স্কোয়াড্রন
স্টার ওয়ার্সের বড় ঘোষণাগুলোর মধ্যে এটি অন্যতম। লাইভ অ্যাকশন এই সিনেমা মুক্তি পাবার কথা রয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে। সিনেমাটি পরিচালনা করবেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত পরিচালক প্যাটি জেনকিন্স। ধারণা করা হচ্ছে, সিনেমাটির গল্প হবে রেবেলিওন এক্স উইং ফাইটার পাইলটদের নিয়ে।
এ বিষয়ে প্যাটি জেনকিন্স বলেন,
একজন মহান ফাইটার পাইলটের মেয়ে হিসেবে আমার জীবনের সবচেয়ে ভালো কিছু স্মৃতিগুলোর মধ্যে একটি ছিল, বাবাকে তার স্কোয়াড্রন সহ এফ-৪ ফাইটার প্লেন চালাতে দেখা এবং তাদের অসাধারণ অভিজ্ঞতার কথা শোনা। একজন নির্মাতা হিসেবে আমার স্বপ্ন ছিল, একদিন সবচেয়ে ভালো ফাইটার পাইলট সিনেমা বানাব। এ স্বপ্ন থাকা সত্ত্বেও ভালো গল্প পাচ্ছিলাম না। শেষে আমার আরেক ভালোবাসা, ‘স্টার ওয়ার্স’ থেকে পেলাম নিখুঁত একটি গল্প। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি লুকাস ফিল্মস এবং ডিজনির সাথে কাজ করতে পেরে। আশা করছি, ভালো একটি সিনেমা উপহার দিতে পারব দর্শকদের।
সিনেমাটির গল্প লুক স্কাইওয়াকারের তৈরি এক্স উইং পাইলট দল নিয়ে হতে পারে। এই দলটি ‘রোগ গ্রুপ’ নামে পরিচিত ছিলো। স্টার ওয়ার্স লেজেন্ড থেকে পাওয়া যায়, ‘ব্যাটেল অভ হথ’সহ আরো বিখ্যাত কিছু ঘটনায় এই দল জড়িত ছিল।
অ্যান্ডোর
২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘রোগ ওয়ান: অ্যা স্টার ওয়ার্স’ স্টোরির প্রিক্যুয়েল হিসেবে আসতে যাচ্ছে এই টিভি সিরিজটি। সিনেমার একটি চরিত্র ক্যাসিয়ান অ্যান্ডোর থাকবেন এর মূল চরিত্র হিসেবে। সিনেমাতে ক্যাসিয়ান অ্যান্ডোরের ভূমিকায় অভিনয় করা ডিয়েগো লুনাও এই সিরিজে থাকছেন।
পরিচালক টনি গিলরয়ের পরিচালনায় এই সিরিজটি ২০২২ সালে ডিজনি প্লাসে মুক্তি পাবে। সিরিজটি ঘোষণা উপলক্ষে ডিজনি একটি সিজন রিল মুক্তি দেয়, যাতে জানা যায়, তিন সপ্তাহ আগে লন্ডনে সিরিজটির নির্মাণ শুরু হয়েছে। ডিয়েগো লুনার সাথে স্টালিন স্কারসগাড, ফিওনা শ এবং আদ্রিয়া আরজোনার মতো অভিনেতা রয়েছেন এই স্পাই থ্রিলার সিরিজটিতে। ‘রোগ ওয়ান’ সিনেমার ভক্তরা তাই ভালো কিছু আশা করতেই পারেন সিরিজটি থেকে।
দ্য অ্যাকোলাইট
ঘোষণাকৃত সিরিজগুলোর মধ্যে ‘দ্য অ্যাকোলাইট’ একটু অন্য ধরনের। সিরিজটির টাইমলাইন হবে ‘স্টার ওয়ার্স ফার্স্ট’ এপিসোডের প্রায় ২০০ বছর আগের সময়কে ঘিরে। রাশিয়ান ডলের নির্মাতা লেসলি হেডল্যান্ড আছেন এই সিরিজটির দায়িত্বে সিরিজের গল্প হবে ২০০ বছর আগের হাই রিপাবলিকান যুগকে নিয়ে। হাই রিপাবলিকান যুগের শেষের দিক নিয়ে রহস্যম্যয় একটি থ্রিলার সিরিজ হবে ‘দ্য অ্যাকোলাইট’।
হাই রিপাবলিকান সময় নিয়ে ডিজনি আগে বিভিন্ন কমিকস এবং বই বের করে থাকলেও টিভির পর্দায় প্রথমবারের মতো স্টার ওয়ার্স ভক্তরা এ যুগ দেখতে পাবেন।
ল্যান্ডো
স্টার ওয়ার্সের আরেক বিখ্যাত চরিত্র ল্যান্ডো কালরিসিয়ানকে নিয়ে একটি লিমিটেড সিরিজ আনতে যাচ্ছে লুকাস ফিল্মস। ‘ডিয়ার হোয়াইট পিপল’-এর নির্মাতা জাস্টিন সিমিয়েন এই সিরিজটি নির্মাণ করছেন।
ল্যান্ডো কালরিসিয়ান চরিত্রে আগে দুজন অভিনেতাকে অভিনয় করতে দেখা গেছে। অরিজিনাল স্টার ওয়ার্স ট্রিলজি এবং সিক্যুয়েল ট্রিলজির ‘রাইজ অভ স্কাইওয়াকার (২০১৯)’ সিনেমাতে ল্যান্ডো চরিত্রে অভিনয় করেছেন বিলি ডি উইলিয়ামস। আর স্টার ওয়ার্স অরিজিনাল ট্রিলজির প্রিক্যুয়েল ‘সলো (২০১৮)’ সিনেমাতে চরিত্রটি করেছেন ডোনাল্ড গ্লভার।
লুকাস ফিল্মস থেকে খুব বেশি তথ্য দেয়া হয়নি এই সিরিজটিকে নিয়ে। তাই ঠিক করে বলা যাচ্ছে না, সিরিজটি কোন সময়ের ল্যান্ডোকে নিয়ে তৈরি
ওবি ওয়ান কেনোবি
অনেক জল্পনা-কল্পনার পর স্টার ওয়ার্স দর্শকরা এখন নিশ্চিত হতেই পারেন ওবি ওয়ান কেনোবি সিরিজটি নিয়ে। প্রিক্যুয়েল ট্রিলজির ওবি ওয়ান কেনোবির চরিত্রে অভিনয় করা ইয়ান ম্যাকগ্রেগরকে ঘিরেই এই সিরিজটির গল্প। মাঝে কিছু অনিশ্চয়তা তৈরি হলেও ডিজনি অবশেষে সব ধোঁয়াশা দূর করে দেয় এ ঘোষণায়। ইয়ান ম্যাকগ্রেগরের সঙ্গে প্রিক্যুয়েল ট্রিলজির এনাকিন স্কাইওয়াকার চরিত্রে অভিনয় করা হেইডেন ক্রিশ্চেনসেন ফিরে আসবেন ডার্থ ভেডার চরিত্রে।
এর শ্যুটিং শুরু হবে ২০২১ সালের মার্চে এবং পরের বছর তা মুক্তি পেতে পারে। লুকাস ফিল্মস এ সিরিজের টাইমলাইন হিসেবে বলেছে ‘স্টার ওয়ার্স: এপিসোড থ্রি’-এর ১০ বছর পর। ট্যাটুইনে ওবি ওয়ান কেনোবির এ সময় নিয়ে সিরিজটি নির্মাণ করবেন ডেবরা চো। ডেবরা চো এর আগে দ্য ম্যান্ডালরিয়ান সিরিজের কয়েকটি এপিসোড পরিচালনা করেছিলেন।
দ্য ব্যাড ব্যাচ
ডিজনি প্লাসের জন্য তৈরি এই সিরিজটি একটি অ্যানিমেটেড সিরিজ। আরেক অ্যানিমেটেড সিরিজ ক্লোন ওয়ার্সের ঠিক পরবর্তী সময়কে ঘিরেই এই সিরিজের ব্যাপ্তি।
ক্লোন ওয়ার্সের শেষের দিকে উন্নত ক্ষমতাসম্পন্ন কিছু ক্লোন ট্রুপার্স নিয়ে ‘ব্যাড ব্যাচ’ নামে একটি দল সৃষ্টি হয়েছিল। মিউটেশনের কারণে তাদের ক্ষমতা সাধারণ ক্লোন ট্রুপারদের থেকে বেশি ছিল। সিরিজটি এ দলকেই অনুসরণ করবে।
২০২১ সালে ডিজনি প্লাসে মুক্তি পাবে অ্যানিমেটেড সিরিজটি। সিরিজটির ট্রেইলারে এম্পেরর পাল্পাটিন এবং গ্র্যান্ড মফ টারকিনের দেখা পাওয়া যায়।
অ্যা ড্রয়েড স্টোরি
এটিও একটি অ্যানিমেটেড সিরিজ যা ডিজনি প্লাসে মুক্তি পাবে। যুগে যুগে স্টার ওয়ার্সের ভক্তরা সিনেমা এবং টিভি সিরিজে বিভিন্ন ড্রয়েডের দেখা পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো আর টু-ডি টু এবং সিথ্রিপিও।লুকাস ফিল্মস অ্যানিমেশন এবং ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক মিলে নির্মাণ করবে সিরিজটি। নতুন একটি ড্রয়েডকে ঘিরে গল্প সাজানো হলেও আর টু-ডি টু এবং সিথ্রিপিও নতুন ড্রয়েডের সাথেই থাকবেন বলে জানান লুকাস ফিল্মসের সভাপতি ক্যাথলিন কেনেডি।
ভিশনস
এই অ্যানিমেটেড শর্টফিল্ম ভিত্তিক সিরিজটি ‘ইনভেস্টর ডে’তে ঘোষণা দেওয়া লুকাস ফিল্মসের সবচেয়ে অন্যরকম সিরিজ। স্টার ওয়ার্সের ঐতিহ্য নিয়ে উদযাপন ভিত্তিক সিরিজটি নির্মাণ করবেন বিখ্যাত জাপানি অ্যানিমে ক্রিয়েটররা। জাপানি অ্যানিমের স্টাইল সাধারণ অ্যানিমেশন থেকে অনেক আলাদা। অ্যান্থোলজি কালেকশনের এই সিরিজটি বিভিন্ন বিখ্যাত অ্যানিমে স্টুডিও মিলে তৈরি করবে। স্টার ওয়ার্স এবং অ্যানিমে ভক্ত, দুই দলে দর্শকদের জন্য এটি সুখবরই বটে।
অন্যান্য
স্টার ওয়ার্সের অন্যান্য খবরের মধ্যে ‘দ্য ম্যান্ডালরিয়ান সিজন থ্রি’ মুক্তি পাবার সময় প্রকাশ করেছে লুকাস ফিল্মস। আগেই জানা গিয়েছিল, সিরিজটির সিজন থ্রি নির্মাণ করার কাজ চলছে। ২০২১ সালের বড়দিনে দর্শকরা দ্য ম্যান্ডালরিয়ানের সিজন থ্রি ডিজনি প্লাসে দেখতে পারবেন বলে জানিয়েছেন ক্যাথলিন কেনেডি।
এছাড়া ‘থর: র্যাগনারক’-এর বিখ্যাত পরিচালক তাইকা ওয়াইতিতি একটি স্টার ওয়ার্স সিনেমা পরিচালনা করবেন বলে জানা গেছে। তাইকা ওয়াইতিতি আগে দ্য ম্যান্ডালরিয়ানের একটি পর্ব পরিচালনা করেছেন। বর্তমানে এই পরিচালক ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমাটি পরিচালনা করছেন। ধারণা করা হচ্ছে, এই সিনেমা ২০২৫ সালের দিকে মুক্তি পাবে।
স্টার ওয়ার্স ছাড়াও লুকাস ফিল্মসের আরো তিনটি সিনেমা ঘোষণা করা হয়, যার মধ্যে ‘ইন্ডিয়ানা জোন্স’ অন্যতম। ইন্ডিয়ানা জোন্স এবং হান সলো খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড আবার ফিরে আসবেন চরিত্রটিতে। সিনেমাটি মুক্তি পাবে ২০২২ সালের জুলাইতে। অস্কারজয়ী সিনেমা ‘ফোর্ড ভার্সেস ফেরারি’র পরিচালক জেমস ম্যানগোল্ড রয়েছেন এই সিনেমার দায়িত্বে।
এছাড়া লুকাস ফিল্মস ‘উইলো’ নামে একটি ডিজনি প্লাস সিরিজ এবং ‘চিলড্রেন অভ ব্লাড অ্যান্ড বোন’ নামে একটি সিনেমা তৈরির ঘোষণা দিয়েছে।