বুলিট: ষাটের দশকের যুগান্তকারী অ্যাকশন ফ্লিক
কিভাবে একটা সিনেমা অলটাইম ক্লাসিকের খেতাব লাভ করে? প্রথমত, এটিকে হতে হবে আইকনিক। থাকতে হবে অভিনবত্ব আর নতুনত্ব, এবং এমনকিছু করতে হবে; যা পূর্বে কোন চলচ্চিত্রে দেখা যায়নি৷ বুলিটে এসব গুণাবলির সবগুলোর উপস্থিতি ছিল, পাশাপাশি এটি আরো নানা দিক উন্মোচিত করে দেয় দর্শকদের সামনে৷