অক্ষয় মালবেরি: মায়ায় জড়ানো এক আত্মকথন
মানুষ মাত্রই স্মৃতিকাতর, সবাই ফেলে আসা দিনের কথা ভেবে নস্টালজিক হয়ে যায়। কিন্তু নিজের জীবনকে, ফেলে আসা দিনগুলোকে কতটা আবেগের সাথে ধারণ করে রাখা সম্ভব তা অক্ষয় মালবেরি না পড়লে বোঝা যায় না। লেখক মণীন্দ্র গুপ্ত তার জীবনকে এত ভালোবাসা-যত্মের সাথে আগলে রেখেছেন দেখে অবাক হয়ে যেতে হয়!