বিখ্যাত রুশ চলচ্চিত্র ‘মিরর’-এ ব্যক্তি তারকোভস্কির শৈশব বিনির্মাণ
১৯৭৫ সালে নির্মিত মিরর, রুশ পরিচালক তারকোভস্কির নিজেরই বায়োপিক। তবে অসম্পূর্ণ। এখানে এসেছে কেবল তার শৈশবের হাহাকার। এ সিনেমায় তারকোভস্কি নিজেকে খুঁজেছেন, খুঁজেছেন তার বাবাকে। বাবার কবিতার মধ্য দিয়ে তারকোভস্কি স্মরণ করতে চেয়েছেন তার ফেলে আসা শৈশবকে। তিনি সব অচলায়তন ভাঙ্গতে চেয়েছেন চলচ্চিত্র মিররে।