জলপুত্র: গল্পের সীমানা ছাড়িয়ে এক অজানা সমাজজীবনের প্রতিচ্ছবি
‘জলপুত্র’ কেন ব্যাতিক্রম? উত্তরটা বইয়ের পেছনেই দেওয়া হয়েছে। বলা হয়েছে, “এপার-ওপার কোনো বাংলাতেই বঙ্গোপসাগরের জেলেদের নিয়ে জলপুত্রের আগে কেউ উপন্যাস লেখেননি। তাই জলপুত্র ব্যতিক্রম।” কথাটা একেবারে মিথ্যে নয়।