ফোর্বসের ২০১৭ সালের ধনীদের তালিকা অনুসারে সারা দুনিয়াতে বিলিয়নিয়ারের সংখ্যা গত বছর থেকে ২৩৩ জন বেড়ে এই বছর মোট ২,০৪৩ জনে দাঁড়িয়েছে। তাদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৭.৬৭ ট্রিলিয়ন ডলারেরও বেশি! ২,০৪৩ জনের প্রায় চার ভাগের একভাগ বিলিয়নিয়ার ইউরোপের বাসিন্দা, যেটি সংখ্যায় ৪৭১ জন। এই ৪৭১ জন বিলিয়নিয়ার সারা বিশ্বের প্রায় ২৮০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বিজনেস ইনসাইডার ইউরোপের এই সেরা ধনীরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এই বিষয়ে গবেষণা করে মোট ২৮টি বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরি করেছে, যেখান থেকে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বের হয়েছে। চমকপ্রদভাবে এই তালিকায় প্রথমটি সহ মোট ৩টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে, যেগুলো অবস্থান ইউরোপের বাইরে। যেসব বিষয়ে পড়াশোনা করে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার হয়েছে সেগুলো হলো প্রকৌশল, যন্ত্র প্রকৌশল, আইন, অর্থনীতি এবং ব্যবসায় শিক্ষা। এই ২৮টি বিশ্ববিদ্যালয়ের তালিকা ক্রমানুসারে পাঠকদের জন্য তুলে ধরা হলো।
৯
জর্জটাউন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র- ২ জন বিলিয়নিয়ার
আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডি.সি তে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন দুজন ইউরোপিয়ান বিলিয়নিয়ার। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং ইভানকা ট্রাম্প।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
অগাস্ট ভন ফিক (সম্পদের পরিমাণ ৭.৮ বিলিয়ন)
হেনরি বেয়াফোর (সম্পদের পরিমাণ ৩ বিলিয়ন)
৮
ভিয়েনা ইউনিভার্সিটি অফ ইকোনোমিকস এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন, অস্ট্রিয়া- ৩ জন বিলিয়নিয়ার
৩ জন ইউরোপিয়ান বিলিয়নিয়ার তৈরি করা এই বিশ্ববিদ্যালয়টি ইউরোপের অন্যতম বড় বিশ্ববিদ্যালয়, যারা শুধু ব্যবসা এবং অর্থনীতির বিষয়ে শিক্ষা প্রদান করে থাকে।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
দিয়েতরিচ মেইটসিতজ (সম্পদের পরিমাণ ২০ বিলিয়ন)
এরমান ইলিয়াক (সম্পদের পরিমাণ ২.৭ বিলিয়ন)
জর্জ স্টাম্প জুনিয়র (সম্পদের পরিমাণ ১.৬৪ বিলিয়ন)
টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ, জার্মানি- ৩ জন বিলিয়নিয়ার
এই জার্মান বিশ্ববিদ্যালয়টি TU9 গ্রুপের সদস্য। জার্মানির সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো এই গ্রুপের সদস্য। ৩ জন বিলিয়নিয়ার ছাড়াও এই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন মোট ১৩ জন নোবেল বিজয়ী।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
আন্দ্রেস ভন বেকতোলশাম (সম্পদের পরিমাণ ৫.৪ বিলিয়ন)
এরমান ইলিয়াক (সম্পদের পরিমাণ ২.৭ বিলিয়ন)
কার্ল ফ্রেডরিক ব্রাউন (সম্পদের পরিমাণ ১.২৮ বিলিয়ন)
ইউনিভার্সিটি অফ প্যারিস, ফ্রান্স- ৩ জন বিলিয়নিয়ার
১১৫০ সালের প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি ইউরোপের পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে অন্যতম। ১৯৭০ সালে বন্ধ করে দেওয়ার আগে এই বিশ্ববিদ্যালয় সুপরিচিত ছিল মানবিক বিষয়ক পড়াশোনার জন্য। এই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে মোট তিনজন বিলিয়নিয়ার, যারা এখনো জীবিত।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
জেরার্ড ওয়েরথেইমার (সম্পদের পরিমাণ ১২.৩ বিলিয়ন)
বার্নাড লুইস (সম্পদের পরিমাণ ২.৩ বিলিয়ন)
এডওয়ার্ড কারমিগনাক (সম্পদের পরিমাণ ১.৮২ বিলিয়ন)
মিডেল ইস্ট টেকনিকাল ইউনিভার্সিটি, তুরস্ক- ৩ জন বিলিয়নিয়ার
তুর্কি এই বিশ্ববিদ্যালয় সুপরিচিত প্রকৌশল এবং প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ক পড়াশোনার জন্য। সারা বিশ্বজুড়ে এই বিশ্ববিদ্যালয়ের এক লক্ষ বিশ হাজারের বেশি গ্র্যাজুয়েট রয়েছে, যাদের মাঝে ৩ জন বিলিয়নিয়ার।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
এরমান ইলিয়াক (সম্পদের পরিমাণ ২.৭ বিলিয়ন)
সুয়াত গুনসেল (সম্পদের পরিমাণ ১.৭৯ বিলিয়ন)
মেহমেত নাজিফ গুনাল (সম্পদের পরিমাণ ১.৬৬ বিলিয়ন)
ম্যানহেইম বিজনেস স্কুল, জার্মানি- ৩ জন বিলিয়নিয়ার
ম্যানহেইম বিজনেস স্কুল জার্মানির অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় এবং পুরো বিশ্বজুড়েই অর্থনীতি এবং ব্যবসায় প্রশাসনের জন্য বেশ সুপরিচিত। এই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন এমন ছাত্রদের মধ্যে অন্যতম হচ্ছে আন্তর্জাতিক চেইন শপ লিডেলের সিইও ডিয়েটার শোয়ার্জ।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
ডিয়েটার শোয়ার্জ (সম্পদের পরিমাণ ২৩.৩ বিলিয়ন)
লুডউইগ মার্কেল (সম্পদের পরিমাণ ৬ বিলিয়ন)
হান্স-পিটার উইল্ড (সম্পদের পরিমাণ ২.৯ বিলিয়ন)
ইন্সটিটিউট ইউরোপিয়ান ডি এডমিনিন্ট্রেশান দে এফেয়ার্স, ফ্রান্স- ৩ জন বিলিয়নিয়ার
ফ্রান্সের এই বিশ্ববিদ্যালয়টি ব্যবসায়িক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে থাকে। এখান থেকে পড়াশোনা করেছেন মোট ৩ জন ইউরোপিয়ান বিলিয়নিয়ার। ফাইনান্সিয়াল টাইম এই বিশ্ববিদ্যালয়কে ২০১৭ সালের সেরা বিজনেস স্কুল হিসেবে ঘোষণা করেছে।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
বার্নাড ব্রোয়েরমান (সম্পদের পরিমাণ ৪.১ বিলিয়ন)
রুডলফ ম্যাগ (সম্পদের পরিমাণ ২.৮ বিলিয়ন)
রেইনল্ড গেইগের (সম্পদের পরিমাণ ১.৬৮ বিলিয়ন)
গাজি ইউনিভার্সিটি, তুরস্ক- ৩ জন বিলিয়নিয়ার
তুর্কির আংকারাতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ২১টি ফ্যাকাল্টিতে প্রায় ৭৭,০০০ শিক্ষার্থী পড়ে। এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নেওয়া বিলিয়নিয়ারদের সবাই যন্ত্র প্রকৌশলের ছাত্র।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
সিজাই বাকাকসিজ (সম্পদের পরিমাণ ১.৬৩ বিলিয়ন)
নিহাত ওজদেমির (সম্পদের পরিমাণ ১.৬৩ বিলিয়ন)
হামদি আকিন (সম্পদের পরিমাণ ১ বিলিয়ন)
আলবার্ট লুডউইগ ইউনিভার্সিটি অফ ফ্রেইবার্গ, জার্মানি- ৩ জন বিলিয়নিয়ার
দ্য টাইমসের তালিকার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মাঝে ঠাঁই পেয়েছে জার্মানির এই বিশ্ববিদ্যালয়টি। এই বিশ্ববিদ্যালয়ের আছে ৫৫০ বছরের ইতিহাস এবং পরিচিতি।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
লুটজ মারিও হেলমিগ (সম্পদের পরিমাণ ২.২ বিলিয়ন)
নিকোলা লেইবিনগার-কামুলার (সম্পদের পরিমাণ ১.৬৯ বিলিয়ন)
আন্না মারিয়া ব্রাউন (সম্পদের পরিমাণ ১.২৮ বিলিয়ন)
ইকোল পলিটেকনিক, ফ্রান্স- ৩ জন বিলিয়নিয়ার
ফ্রান্সের এই পাবলিক বিশ্ববিদ্যালয়ও জন্ম দিয়েছে ৩ জন বিলিয়নিয়ারের। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্রান্সের সবচেয়ে বড় ধনী প্রতিষ্ঠান লুই ভুটনের চেয়ারম্যান এবং সিইও বার্নাড আর্নল্ট।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
বার্নাড আর্নল্ট (সম্পদের পরিমাণ ৫৫.৯ বিলিয়ন)
সার্জ ডাসল্ট (সম্পদের পরিমাণ ২০.১ বিলিয়ন)
প্যাট্রিক ড্রাহি (সম্পদের পরিমাণ ১৩.৩ বিলিয়ন)
কমপ্লুটেন্স ইউনিভার্সিটি অফ মাদ্রিদ, স্পেন- ৩ জন বিলিয়নিয়ার
৩ জন ইউরোপিয়ান বিলিয়নিয়ার ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ৭ জন নোবেল বিজয়ী, কয়েকজন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট এবং একজন ন্যাটো সেক্রেটারি জেনারেল।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
অ্যাালিসিয়া কপলোউতজ (সম্পদের পরিমাণ ২.৭ বিলিয়ন)
আলবার্টো আলকোসার (সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন)
আলবার্তো কোরটিনা (সম্পদের পরিমাণ ১.৩৩ বিলিয়ন)
এছাড়াও ৩ জন করে বিলিয়নিয়ারের জন্ম দিয়েছে ইউনিভার্সিটি অফ ক্লোন, জার্মানি ও বোস্টন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র।
৭
স্টকহোম বিশ্ববিদ্যালয়, সুইডেন- ৪ জন বিলিয়নিয়ার
স্টকহোম বিশ্ববিদ্যালয়কে সারা বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে গণ্য করা হয়। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সুইডেনের সেরা ধনী এবং ফ্যাশন ব্র্যান্ড H&M এর সিইও স্টেফান পারসন।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
স্টেফান পারসন (সম্পদের পরিমাণ ১৯.১ বিলিয়ন)
এন্টোনিও জনসন (সম্পদের পরিমাণ ৬.১ বিলিয়ন)
টম পারসন (সম্পদের পরিমাণ ২.১ বিলিয়ন)
টরবিওরন টোরনকভিস্ট (সম্পদের পরিমাণ ২.১ বিলিয়ন)
পলিটেকনিক ইউনিভার্সিটি অফ মাদ্রিদ, স্পেন- ৪ জন বিলিয়নিয়ার
স্প্যানিশ পত্রিকা মুন্ডোর মতে, এই বিশ্ববিদ্যালয়টি স্পেনের সেরা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন রিয়াল মাদ্রিদের বর্তমান প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
রাফায়েল ডেল পিনো (সম্পদের পরিমাণ ৩.৪ বিলিয়ন)
হুয়ান মিগুয়েল ভিলার মির (সম্পদের পরিমাণ ৩.৩ বিলিয়ন)
ফ্লোরেন্তিনো পেরেজ (সম্পদের পরিমাণ ২.১ বিলিয়ন)
লিওপোলদো ডেল পিনো (সম্পদের পরিমাণ ১.২৫ বিলিয়ন)
এছাড়াও আছে কার্লস্রুহে ইন্সটিউট অফ টেকনোলোজি, জার্মানি, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, যুক্তরাজ্য এবং ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, যুক্তরাজ্য।
৬
ইউনিভার্সিটি অফ জুরিখ, সুইজারল্যান্ড- ৫ জন বিলিয়নিয়ার
সুইজারল্যান্ডের সবচেয়ে বড় এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে প্রায় ২৬,০০০ ছাত্রছাত্রী এবং প্রায় ১৩টি বিষয়ে স্নাতক ডিগ্রি প্রদান করে থাকে এই বিশ্ববিদ্যালয়।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
স্টেফান স্মিদহেইনি (সম্পদের পরিমাণ ২.৭ বিলিয়ন)
রোলফ গারলিং (সম্পদের পরিমাণ ১.৬৫ বিলিয়ন)
মার্টিন এবনার (সম্পদের পরিমাণ ১.৫৩ বিলিয়ন
জোয়ান্না ব্রাউন (সম্পদের পরিমাণ ১.২৮ বিলিয়ন)
ওয়াল্টার ফ্রেই (সম্পদের পরিমাণ ১.২৮ বিলিয়ন)
ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, যুক্তরাজ্য- ৫ জন বিলিয়নিয়ার
২০১৭ সালের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে অক্সফোর্ডকে ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন। এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন ফোর্বস ম্যাগাজিনের তালিকায় ঠাঁই পাওয়া ৫ জন বিলিয়নিয়ার। তাছাড়া এই বিশবিদ্যালয়ের নামকরা অ্যালামনাইদের মাঝে রয়েছেন অস্কার ওয়াইল্ড, রুপার্ট মারডক, বিল কিনটন এবং থেরেসা মে।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
ব্রুনো শোরডার (সম্পদের পরিমাণ ৫.৭ বিলিয়ন)
আলফ্রেড ওয়েটকার (সম্পদের পরিমাণ ২.৩ বিলিয়ন)
পিটার উনগার (সম্পদের পরিমাণ ২.২ বিলিয়ন)
এলেক্স বিয়ার্ড (সম্পদের পরিমাণ ১.৬৪ বিলিয়ন)
জ্যাসমিন্ডার সিং (সম্পদের পরিমাণ ১.৩২ বিলিয়ন)
ইউনিভার্সিটি অফ মিলান, ইতালি- ৫ জন বিলিয়নিয়ার
এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ইতালির সাবেক প্রেসিডেন্ট এবং মিডিয়া মুঘল সিলভিও বারলুসকোনি। তাছাড়া আরমানি ব্রান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানিও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
জর্জিও আরমানি (সম্পদের পরিমাণ ৮.৪ বিলিয়ন)
সিলভিও বারলুসকোনি (সম্পদের পরিমাণ ৪.৩ বিলিয়ন)
গুউসেপ্পে ডি লংঘি (সম্পদের পরিমাণ ৪.৩ বিলিয়ন)
পাওলো মারিও রোক্কো (সম্পদের পরিমাণ ৪.১ বিলিয়ন)
মিউক্কিয়া প্রাডা (সম্পদের পরিমাণ ২.৯ বিলিয়ন)
৫
ইউনিভার্সিটি অফ লন্ডন/ ক্যাসে বিজনেস স্কুল, যুক্তরাজ্য- ৬ জন বিলিয়নিয়ার
২ জন বিলিয়নিয়ার ছাড়াও ইউনিভার্সিটিও অফ লন্ডনে পড়াশোনা করেছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং মার্গারেট থেচার, কোকা কোলার সাবেক সিইও মুহাতার কেন্ট। তাছাড়া এই বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাসে বিজনেস স্কুলে পড়াশোনা করেছিলেন আরও ৪ জন বিলিয়নিয়ার। তাদের মধ্যে অন্যতম বাজেট এয়ারলাইন ইজি-জেটের প্রতিষ্ঠাতা হাজি লোয়ান্নু।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
ইয়ান লিভিংস্টোন (সম্পদের পরিমাণ ৬.৪ বিলিয়ন)
বার্নাড লুইস (সম্পদের পরিমাণ ২.৩ বিলিয়ন)
ক্লেলিয়া হাজি লোয়ান্নু (সম্পদের পরিমাণ ১.২ বিলিয়ন)
অটো ফিলিপ ব্রাউন (সম্পদের পরিমাণ ২.৯ বিলিয়ন)
মার্টিন মুলার নিয়েলসেন (সম্পদের পরিমাণ ১.৫২ বিলিয়ন)
স্টেলিওস হাজি লোয়ান্নু (সম্পদের পরিমাণ ১.২১ বিলিয়ন)
লুন্ড ইউনিভার্সিটি, সুইডেন- ৬ জন বিলিয়নিয়ার
সুইডেন এবং ইউরোপের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে মোট ৬ জন বিলিয়নিয়ারের।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
হ্যান্স রাউসিং (সম্পদের পরিমাণ ১২.৫ বিলিয়ন)
ফ্রেড্রিক পাউলসেন (সম্পদের পরিমাণ ৭.৫ বিলিয়ন)
জোর্ন রাউসিং (সম্পদের পরিমাণ ৭.৫ বিলিয়ন)
বারটিল হাল্ট (সম্পদের পরিমাণ ৪ বিলিয়ন )
ম্যাদেলেইন অলসন এরিকসন (সম্পদের পরিমাণ ২.৪ বিলিয়ন)
এরিক ডগলাস (সম্পদের পরিমাণ ১.৫৪ বিলিয়ন)
HEC প্যারিস, ফ্রান্স- ৬ জন বিলিয়নিয়ার
প্যারিসে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর মাত্র ৪,০০০ ছাত্রছাত্রী পড়ার সুযোগ পায়। এই বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে মোট ৬ জন ইউরোপিয়ান বিলিয়নিয়ারের।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
ফ্রান্সকোইস পিনাউল্ট (সম্পদের পরিমাণ ২২.৪ বিলিয়ন)
সার্জ ডাসাউল্ট (সম্পদের পরিমাণ ২০.১ বিলিয়ন)
পিয়েরে বেলন (সম্পদের পরিমাণ ৫.৪ বিলিয়ন)
জিয়ান পিয়েরে কায়ার্ড (সম্পদের পরিমাণ ৩.৯ বিলিয়ন)
ফিলিপে ফোরিয়েল ডেসতেজত (সম্পদের পরিমাণ ২.৭ বিলিয়ন)
এলাইন টারাভেল্লা (সম্পদের পরিমাণ ১.৭৬ বিলিয়ন)
৪
ETH জুরিখ, সুইজারল্যান্ড- ৭ জন বিলিয়নিয়ার
QS র্যাংকিংয়ে ১০ নম্বরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
হ্যানসোর্গ উইস (সম্পদের পরিমাণ ৫.৬ বিলিয়ন)
উইলি লিয়েভার (সম্পদের পরিমাণ ৫.৩ বিলিয়ন)
থমাস স্মিদহেইনি (সম্পদের পরিমাণ ৫ বিলিয়ন)
ইভা মারিয়া হেইফনার (সম্পদের পরিমাণ ২.৭ বিলিয়ন)
নিকোলা লেইবিনগার (সম্পদের পরিমাণ ১.৬৯ বিলিয়ন)
মার্কাস ব্লোচার (সম্পদের পরিমাণ ১.৩১ বিলিয়ন)
মেহমেত সিনান তারা (সম্পদের পরিমাণ ১.২৮ বিলিয়ন)
৩
লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, যুক্তরাজ্য- ৮ জন বিলিয়নিয়ার
২০১৮ টাইম র্যাংকিংয়ের ২৫ নাম্বারে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় ৮ জন বিলিয়নিয়ার ছাড়াও জন্ম দিয়েছে ১৬ নোবেল পুরস্কার বিজয়ী এবং সাবেক-বর্তমান ৩৭ জন বিশ্বনেতার।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
মাইকেল প্লাট (সম্পদের পরিমাণ ৪.৫ বিলিয়ন)
সেবাস্তিয়ান কুলশিক (সম্পদের পরিমাণ ৩.৭ বিলিয়ন)
স্পিরো লাটসিস (সম্পদের পরিমাণ ২.৮ বিলিয়ন)
এরিস্টওতেলিস মিস্টাকিডিস (সম্পদের পরিমাণ ২.৪ বিলিয়ন)
জ্যাকুয়েস সাদ (সম্পদের পরিমাণ ১.৮৬ বিলিয়ন)
ওয়াল্টার ফ্রেই (সম্পদের পরিমাণ ১.২৮ বিলিয়ন)
স্টেলিও হাজি লোয়ান্নু (সম্পদের পরিমাণ ১.২১ বিলিয়ন)
সেলিয়া হাজি-লোয়ান্নু- (সম্পদের পরিমাণ ১.১৮ বিলিয়ন)
২
ইউনিভার্সিটি অফ সেইন্ট গ্যালেন, সুইজারল্যান্ড- ১০ জন বিলিয়নিয়ার
ইউনিভার্সিটি অফ সেইন্ট গ্যালেন সুইজারল্যান্ডের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে ১০ জন জীবিত ইউরোপিয়ান বিলিয়নিয়ারের, যেটি ইউরোপের মাঝে সবচেয়ে বেশি।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
জর্জ স্ক্যায়েফলার (সম্পদের পরিমাণ ২১.৭ বিলিয়ন)
রাহেল ব্লোচার (সম্পদের পরিমাণ ৫.৫ বিলিয়ন)
মাগাদালেনা মারতুল্লো-ব্লোচার (সম্পদের পরিমাণ ৫.৫ বিলিয়ন)
এক্সেল ওবেরওয়েলান্ড (সম্পদের পরিমাণ ৫.১ বিলিয়ন)
মাইকেল পিয়েপার (সম্পদের পরিমাণ ৫ বিলিয়ন)
পিটার স্পাউহালার (সম্পদের পরিমাণ ২.৬ বিলিয়ন)
মার্সেল আর্নি (সম্পদের পরিমাণ ২.২ বিলিয়ন)
উরস উইয়েটলিসবেচ (সম্পদের পরিমাণ ২.২ বিলিয়ন)
ম্যাথিয়াস রেইনহার্ট (সম্পদের পরিমাণ ১.৭৮ বিলিয়ন)
গ্যারি ফেগেল (সম্পদের পরিমাণ ১.২ বিলিয়ন)
১
হাভার্ড বিজনেস স্কুল, যুক্তরাষ্ট্র- ১৭ জন বিলিয়নিয়ার
হাভার্ড শিক্ষা দিয়েছে ৫ জন বিলিয়নিয়ারকে, অন্যদিকে হাভার্ড পোস্ট-গ্র্যাজুয়েট বিজনেস স্কুল শিক্ষা দিয়েছে আরো ১২ জন ইউরোপিয়ান বিলিয়নিয়ারকে। ইউরোপের বাইরে হয়েও সবচেয়ে বেশি ইউরোপিয়ান বিলিয়নিয়ারকে শিক্ষা দেওয়ার রেকর্ড করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
গ্র্যাজুয়েট ইউরোপিয়ান বিলিয়নিয়ার
আর্নি ওয়িলহেলমসেন (সম্পদের পরিমাণ ৩.৪ বিলিয়ন)
ফেরিত ফাইক সাহেঙ্ক (সম্পদের পরিমাণ ২.৩ বিলিয়ন)
রেইন লেইবিনগার (সম্পদের পরিমাণ ১.৭৩ বিলিয়ন)
জন কলিসন (সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন)
আলেকজেন্ডার ভিক (সম্পদের পরিমাণ ১ বিলিয়ন)
লেন ব্লাভানটিক ( সম্পদের পরিমাণ ১৯.৮ বিলিয়ন)
আর্নেস্তো বারটারেল্লি (সম্পদের পরিমাণ ৯ বিলিয়ন)
জন গ্রেইকেন (সম্পদের পরিমাণ ৬.৫ বিলিয়ন)
ব্রুনো স্কোরাদার (সম্পদের পরিমাণ ৫.৭ বিলিয়ন)
হানসোরগ উইস (সম্পদের পরিমাণ ৫.৬ বিলিয়ন)
এলেইন মেরিউক্স (সম্পদের পরিমাণ৫.৩ বিলিয়ন)
বার্নাড ব্রোয়েরমান (সম্পদের পরিমাণ ৪.১ বিলিয়ন)
পাওলো মারিয়া রোক্কো (সম্পদের পরিমাণ ৪.১ বিলিয়ন)
গুস্তাফ ডগলাস (সম্পদের পরিমাণ ৩.৯ বিলিয়ন)
বেলমিরো ডে আজিভিডো (সম্পদের পরিমাণ ১.৯ বিলিয়ন)
থমাস প্রিনজহর্ন (সম্পদের পরিমাণ ১.৪১ বিলিয়ন)
টোরস্টেইন হেগেন (সম্পদের পরিমাণ ১ বিলিয়ন)
বিশেষ দ্রষ্টব্য
এই প্রবন্ধটিতে সম্পদের পরিমান মার্কিন ডলারে হিসেব করা হয়েছে এবং সম্পদের পরিমাণ ফোর্বসের তালিকা অনুসারে নেওয়া হয়েছে। অনেক বিলিয়নিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তাই অনেকের নাম দু’বার এসেছে। সম্মানজনক ডিগ্রি অথবা ডক্টরেট ডিগ্রিকে এই প্রবন্ধের আমলে নেওয়া হয়নি, তালিকার জন্য শুধুমাত্র স্নাতক এবং স্নাতকত্তোর শিক্ষাকে বিবেচনা করা হয়েছে।