Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

৯২ তম অস্কার জিতে নেবার সম্ভাবনা কাদের বেশি?

এবারের অস্কারকে ঘিরে মানুষের আগ্রহ যেন একটু বেশিই, কেননা সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা পরিচালকের মনোনয়নের তালিকায় আছেন সবচেয়ে জনপ্রিয় প্রতিভাদের কয়েকজন। বিজয়ী হয়তো একজনই হবেন, তবে এইবারের অস্কার মনোনীত ছবিগুলোর প্রত্যেকটিই যে মাস্ট ওয়াচ, তা আর বলার অপেক্ষা রাখে না।

article

লিংকিন পার্ক ও হাইব্রিড থিওরির গল্প

জোম্বা মিউজিকে ইন্টার্নশিপ করতে এসে অফিসের দেয়ালে কর্ন আর লিম্প বিজকিট ব্যান্ডের পোস্টার দেখে নিজের ভেতরেও ব্যান্ড গড়ে তোলার সুপ্ত ইচ্ছা জেগে উঠে তার। জোম্বা মিউজিক অফিসের ভাইস প্রেসিডেন্ট জেফ ব্লু কে নিজের ইচ্ছার কথাও জানান ব্র্যাড। জিরো নামের ব্যান্ড দিয়ে বিশ্বকে নিজেদের আগমনী বার্তা দেওয়ার জন্যও দ্রুত তৈরীও হয়ে যায় তারা। অতঃপর ব্র্যাডের কথায় রাজি হয়ে জেফ ব্লু তাদের কিছু গান শুনে আপ্লুত হয়ে সর্বোচ্চ ভাবেই উৎসাহী করে তোলেন স্বপ্নে বিভোর কয়েকজন তরুনকে। উৎসাহ পেয়ে আরো উদ্যমে ঝাপিয়ে পড়ে তারা। এর পরেই আর পিছে ফিরে তাকাতে হয়নি জিরো ব্যান্ডের। যা আজ বিশ্বে পরিচিত লিংকিন পার্ক নামে।

article

ইন্টারনেট জগতের বিখ্যাত সব ক্যাট ইনফ্লুয়েন্সার

কিছু অতি পরিচিত বিড়াল আছে, যাদেরকে সবসময় দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এদের ফলোয়ার সংখ্যাই এদের জনপ্রিয়তা সম্পর্কে বলে দেয়। পরিচিত এই বিড়ালগুলোই ইন্টারনেটের ‘ক্যাট ইনফ্লুয়েন্সার’ বা তারকা বিড়াল। এদের চলাফেরা বা ফলোয়ারদের উদ্দেশ্যে দেওয়া ছবিগুলো কোনো তারকাদের চেয়ে কম নয়।

article

চলছে গাড়ি, সিসিমপুরে…

শিশুরা কাঁদামাটির ন্যায়। কাদাঁমাটি জোড়া লাগিয়ে কুমাররা যেমন হরেক রকমের তৈজসপত্র তৈরি থাকেন তেমনি শৈশবে পরিবার,সমাজ ও কিন্ডার গার্ডেন বাচ্চাদের যে দীক্ষা দিয়ে থাকে সারা জীবন তাদের মাঝে এর প্রভাব বিরাজ করে।

article

আনবিলিভেবল: যে অবিশ্বাস্য কাহিনী শোনায় বিশ্বাসের বাণী

আট পর্বের মিনি সিরিজটির শো-রানার সুজানা গ্রান্ট, এবং সিরিজটি নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর থেকে।

article

মার্তা কাফম্যান: ফ্রেন্ডসের নেপথ্যে যে নারী

যাদের কথা আপনাদের প্রায় কারোই মনে আসবে না, তারা হলেন সেই মানুষগুলো, যারা ফ্রেন্ডসের মূল কারিগর, এই সিরিজের সকল চরিত্র ও ঘটনা যাদের মস্তিষ্কপ্রসূত, এবং যারা না থাকলে ফ্রেন্ডস নামক এই সিরিজটির জন্মই হতো না। বলছি এই সিরিজটির নির্মাতাদের কথা।

article

স্ট্রিমিং পরিষেবার বর্তমান হালচাল এবং অনিশ্চিত এক ভবিষ্যৎ

স্ট্রিমিং পরিষেবার ক্রমবর্ধমান বাজার, প্রচলিত কেবল (Cable) টিভি চ্যানেলগুলোর জন্য বর্তমানে মারাত্মক হুমকি উঠেছে। ২০১৮ সাল থেকে ২০১৯ সালে, অর্থাৎ বিগত এক বছরে এই টিভি চ্যানেলগুলোর দর্শক প্রায় ৯ শতাংশ কমেছে।

article

সেলিব্রেটিদের নিয়ে উদ্ভট কিছু কন্সপাইরেসি থিওরি

শোনা কথায় বিশ্বাস করতে নেই, সেটা সবাই জানে। তারপরেও কিছু কন্সপাইরেসি থিওরির এমনসব বিশ্বাসযোগ্য উপস্থাপন শুনে অনেকেই বোকা বনে যেতে বাধ্য। আর সাধারণত এসব রটনার মূল শিকার হন বিখ্যাত সেলেব্রিটিরা। মিডিয়াজগতের মানুষদের নিয়ে এমনিতেই সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই।

article

কবিতা থেকে অনুপ্রাণিত জনপ্রিয় কিছু গান

কবিতা থেকে গান ভাবনাটা নতুন কিছু নয়। অনেক কাল আগে থেকেই কবিতা থেকে গানের ভাবনা। কবিতার নিজস্ব সুর, তাল রয়েছে। সেই বিচারেই একজন সুরকার কবিতাটির সুর করেন। তবে কবিতা থেকে সুর করার কাজটি মোটেও সহজসাধ্য ব্যাপার নয়।

article

হ্যানা ও বারবারা: কার্টুন দুনিয়ার কিংবদন্তি নির্মাতা জুটি

মেট্রো-গোল্ডউইন-মেয়ার তাদেরকে পুস গেটস দ্য বুট কার্টুনের ইঁদুর-বিড়ালের থিমটা একটু উন্নত করবার পরামর্শ দিলো। তারা পরামর্শটি বেশ গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং আমাদেরকে উপহার দেন টম অ্যান্ড জেরি কার্টুন।

article

দৃষ্টির আড়ালে থাকা ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের নয়টি ব্যয়বহুল অবকাঠামো

ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের বিরুদ্ধে অনেকেই একটি অভিযোগ করে থাকেন যে, এটি ভ্রমণ করা অনেক বেশি ব্যয়বহুল। আসলেই তাই।

article

End of Articles

No More Articles to Load