মেরু অঞ্চলের রোজা: যেখানে নেই দিন-রাতের হিসেব

উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলে কোথাও রাত বা দিন মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী হয়। আবার কোথাও মাসের পর মাস শুধু দিন বা রাত বিরাজমান থাকে। এর ফলে এখানে সূর্য দেখে সেহরি কিংবা ইফতারের সময় ঠিক করা যায় না। তাহলে প্রশ্ন আসে এসব অঞ্চলের মানুষ কীভাবে রোজা রাখেন?

Related Articles

Exit mobile version