স্যানিটারি ন্যাপকিন শব্দটা এখনও পর্যন্ত বাংলাদেশের বহু জায়গায় ট্যাবু হিসেবেই রয়ে গেছে বলা চলে। অবশ্য সমাজের নানান অংশে নারীর ঋতুস্রাবই যেন এখনও এক নিষিদ্ধ বিষয়। অথচ স্যানিটারি ন্যাপকিন কিন্তু সর্বস্তরে পরিচিত হওয়ার কথা ছিল নারীদের পিরিয়ডের সময় ব্যবহৃত একটি অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপুর্ণ উপাদান হিসেবে।