নাবতা প্লায়ার মাটিতে আজ থেকে প্রায় এগারো হাজার বছর পূর্বে উন্নত এক জনগোষ্ঠীর বসবাস ছিল। তারাই ছিল হাজার বছর পর নীল নদের অববাহিকায় গড়ে উঠা ফারাও-কেন্দ্রিক মিশরীয়দের পূর্বপুরুষ। বর্তমানে পশ্চিম মিশরীয় মরুভূমি সম্পূর্ণ শুষ্ক হলেও, এটি সবসময় এমন অবস্থায় ছিল না। গবেষকদের অনুমান, খ্রিঃপূঃ প্রায় ১০,০০০ অব্দে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু উত্তরমুখী হয়ে যাওয়ায়, উত্তর আফ্রিকা জলবায়ু পরিবর্তনের সম্মুখীন হয়। এই পরিবর্তনই ওই শুষ্ক স্থানে বয়ে এসেছিল আশীর্বাদ হিসেবে। প্রাচীনকালে এখানে প্রতি বছর প্রায় ৫০০ মি.মি. পর্যন্ত বৃষ্টিপাত হতো বলে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন। প্রচুর বৃষ্টিপাতের ফলে, মানুষ, পশু-পাখি এই অঞ্চলের প্রতি ক্রমশ আগ্রহী হতে থাকে।