ব্রিটিশরা ভিন্ন ছিল এই অর্থে যে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না দেশটির প্রতি। মুঘলরা ছিল এমন ধরনের দখলদার, যারা আগেও এ দেশে এসেছিল, এবং পরে এখানেই থেকে যায় এবং এদেশের সঙ্গে আত্মিকভাবে জড়িয়ে পড়ে। যেমন ধরুন, প্রত্যেক মুঘল সম্রাটই (প্রথমজন বাদে) ছিলেন কোনো না কোনো ভারতীয় নারীর গর্ভজাত সন্তান। মুঘলরা ভারতকে তাদের নিজেদের বাড়ি হিসেবে দেখত। তারা কখনো ফিরে যায়নি, কিংবা কখনো নিজেদের সব ধন-সম্পত্তিকে ফেরতও পাঠিয়ে দেয়নি। তারা ভারতে বিনিয়োগ করেছে, এখানে শিল্পী ও প্রকৌশলী, চিকিৎসক, সঙ্গীতবিদ, চিত্রকরদের নিয়ে এসেছে, এবং এই নতুন অঞ্চলের সভ্যতাকে সমৃদ্ধ করেছে।