শাশ্বত হিজরি সন: সার্ধ-সহস্র বছরের বর্ষপঞ্জি (পর্ব-১)
ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় আচার ও উৎসব প্রতিপালিত হয় হিজরি ক্যালেন্ডারের সময়ে মেপে। কোনো কোনো আরবদেশে প্রশাসনিক কাজেও এই ক্যালেন্ডারের ব্যবহার রয়েছে। ইসলামের মৌলিক ধর্মগ্রন্থগুলোর পুঙ্খানুপুঙ্খ নির্দেশনা অনুসরণপূর্বক এই ক্যালেন্ডারটি প্রস্তুত করা হয়েছে। দেড় হাজার বছরের পুরনো এই বর্ষপঞ্জি কোন রদবদলকে স্বাগত না জানিয়ে আজও অক্ষত হয়ে আছে।