প্রস্তরযুগে উদ্ভাবিত যে প্রক্রিয়াগুলো আমরা ধরে রেখেছি আজও
আমাদের পূর্বপুরুষরা যখন এই আধুনিক জীবন যাপনের কার্যকলাপের সূচনা ঘটিয়েছিল, তখন ইতিহাস লিপিবদ্ধ হওয়া শুরু করেনি। এই ক্ষেত্রে তাদের কাছে আমরা চির-ঋণী যে,
তাদের দেখানো আলোর পথে হেঁটেই আমরা বর্তমান সভ্যতায় উন্নতির শিখরে পৌঁছতে পেরেছি।