এগিয়ে চলছে একটি ইউনিটের ৮টি শেরম্যান ট্যাংক। আগেই পাঠানো স্কাউট টিমের মাধ্যমে রেডিওতে খবর পেয়েছে ঐদিক দিয়ে ৯টি জার্মান ট্যাংকের বহর কোথাও যাচ্ছে। কিন্তু সঠিক রুট কানাডিয়ানদের জানা ছিল না। তাই অফরোড ধরে গাছপালা-ঝোপঝাড় ভেঙে যখন তারা ঘাসের জমিন পাড়ি দিচ্ছিলেন তখনই জার্মান কনভয়টি সামনের রাস্তায় দেখা যায়। ফলাফল আকস্মিক আক্রমণ শুরু হওয়ার আগে জার্মানরা টেরই পায়নি কানাডিয়ান ট্যাংকের উপস্থিতি! আর এলিমেন্ট অব সারপ্রাইজ ছিল তাদের জয়ের কারণ।