আমেরিকা বিভিন্ন গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জানতে পারে, চীন সোভিয়েত রাশিয়ার সহায়তায় পারমাণবিক বোমা বানানোর ক্ষমতা অর্জন করে ফেলেছে। সিআইএ’র একটি তার-বার্তায় জানা যায়, ১৯৫৯ সালের অক্টোবরেই চীন লোপ নরে (সীমান্তবর্তী বিরান এলাকা) নিউক্লিয়ার টেস্ট বেস স্থাপন করে। উদ্দেশ্য নিউক্লিয়ার ডিভাইসের পরীক্ষা চালানো। নজরদারি চালানোর জন্য চীনের উপর দিয়ে ইউ-টু বিমানের ফ্লাইট বেশ বিপজ্জনক হয়ে পড়ে। তাই তারা চিন্তা করে, যদি হিমালয় পর্বতমালার কোনো একটার উপর নজরদারি চালানোর যন্ত্র স্থাপন করা যায়, তাহলে অনেক তথ্য পাওয়া সম্ভব। কোন পাহাড়ে যন্ত্র স্থাপিত হবে, তা নির্ভর করবে পাহাড়ের উচ্চতার উপর।