ইংরেজি ‘কুইসলিং’ শব্দটির সাথে কি আপনি পরিচিত? বাংলায় যেমন মীর জাফর নামটি বিশ্বাসঘাতকতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, ঠিক তেমনি ইংরেজিতে কুইসলিং নামটি রয়েছে বিশ্বাসঘাতকের প্রতিশব্দ হিসেবে। ইংরেজি অভিধানে কুইসলিং শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক, দেশদ্রোহী। কিন্তু কীভাবে এলো কুইসলিং শব্দটি?
মানুষ তার কাজের জন্যে সুখ্যাতি অর্জন করেছে- এমনটা শোনাই যায়। কিন্তু এমন যদি হয় কোনো ব্যক্তি তার কৃতর্কমের জন্যে বিশ্বব্যাপী কুখ্যাত? বিশ্বাসঘাতকদের তালিকায় বিশ্বের ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য এক নাম কুইসলিং। পুরো নাম ভিদকুন আব্রাহাম লাউরিটজ জনসন কুইসলিং হলেও তিনি সমধিক পরিচিত ভিদকুন কুইসলিং হিসেবেই। কিন্তু কে এই কুইসলিং? ভিদকুন কুইসলিং ছিলেন নরওয়ের ন্যাজোনাল সামলিং বা জাতীয় ঐক্য দলের প্রতিষ্ঠাতা, ফ্যাসিবাদী নেতা, এবং কুখ্যাত সেনা কর্মকর্তা।
১৮৮৭ সালের ১৮ জুলাই দক্ষিণ নরওয়ের টেলিমার্কের ফাইরেসডালে জন্ম তার। ১৯১১ সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি সেন্ট পিটার্সবার্গ ও হেলসিংকিতে দায়িত্ব পালন করেছেন সামরিক অ্যাটাশে হিসেবে। পরবর্তী ১৮ বছরে তিনি কূটনৈতিক এবং মানবিক মিশনের অংশ হিসেবে রাশিয়া, ফিনল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, আর্মেনিয়া, সুইজারল্যান্ড ও জার্মানিতে করেছেন ভ্রমণ। ১৯২৯ সালে নরওয়েতে ফিরে এসে ১৯৩১ সালে প্রতিরক্ষামন্ত্রী এবং ১৯৩৩ সালে কৃষি পার্টির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কৃষি পার্টি দলীয় নেতা হিসেবে কুইসলিংকে অস্বীকৃতি জানালে তিনি ১৯৩৩ সালের মে মাসে প্রতিষ্ঠা করলেন জাতীয় ঐক্য দল।
ইউনিভার্সিজম ও নর্ডিক শ্রেষ্ঠত্ব
কুইসলিং তার রাজনৈতিক দর্শনকে বলতেন ইউনিভার্সিজম, যেটি তিনি ডাচ পণ্ডিত জে জে এম ডি গ্রুটের থেকে ধার করেছিলেন। সাতশোরও বেশি পাতার একটি পাণ্ডুলিপিতে কুইসলিং পদার্থবিজ্ঞানের সাথে খ্রিস্ট চিন্তাধারার সমন্বয়ে এক নতুন বিশ্বধর্ম ধারণাকে প্রতিফলিত করতে চেয়েছিলেন। বিশ্ব ঐক্যের জন্য সম্মিলিত চেতনা গড়ে তোলার এই চিন্তাধারায় জাত্যাভিমান ছিল প্রবল। কেননা কুইসলিং ইউনিভার্সিজম ধারণায় নর্ডিক জাতিগোষ্ঠীর শ্রেষ্ঠত্বকেই তুলে আনতে চেয়েছিলেন। তার ব্যক্তিগত বিশ্বাস ছিল- নর্ডিক নেতৃত্বেই বিশ্ব ঐক্য অর্জন একমাত্র সম্ভবপর। কে বলতে পারে, এই বিশ্বাসের জন্যই হয়তো আরেক জাত্যাভিমানী হিটলারের সাথে পরবর্তীতে তিনি হাত মেলালেন!
কুইসলিং এবং বিশ্বাসঘাতকতা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ
কুইসলিং এবং বিশ্বাসঘাতকতার মূল ইতিহাস জানতে ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর জার্মানি যখন তার উগ্র জাতীয়তাবাদ নীতিতে একে একে দখল করছে নানা দেশ, এরকম সময় নরওয়ের ভিদকুন কুইসলিং হাত মেলান হিটলারের সাথে। ১৯৩৯ সালে হিটলারের সাথে একটি বৈঠকে তিনি হিটলারকে নরওয়ে দখলের আহ্বান জানান। জার্মান নাৎসি বাহিনির কাজ সহজ করে দেয়ার জন্যে নরওয়ে দখলের যাবতীয় সামরিক তথ্য পর্যন্ত পাচার করেন কুইসলিং।
এতেই ক্ষান্ত হননি। নরওয়ের ক্ষমতাসীনদেরকে সরিয়ে নিজে ক্ষমতায় আসীন হওয়ার জন্যে অসলোর ৫০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়ে চালালেন অপপ্রচার। গুজব ছড়িয়ে পড়ল, জার্মান বাহিনীর আক্রমণে ক্ষমতাসীন দল পালিয়েছে। পরবর্তীতে ১৯৪০ সালের ৯ এপ্রিল জার্মানি ইউরোপের শান্তিপ্রিয় দেশ নরওয়ে দখল করলো। হিটলারের সমর্থনে পুতুল সরকার হিসেবে কুইসলিং বসলেন ক্ষমতায়। কুইসলিং সরকার নরওয়ের সেনাবাহিনীকে জার্মানির পক্ষে যুদ্ধ করবার নির্দেশ দিলেন।
ইহুদি হত্যাকাণ্ড
জার্মান আক্রমণের সময় নরওয়েতে আনুমানিক ২,১০০ ইহুদি ছিল। ক্ষমতায় আসীন হয়েই কুইসলিং নরওয়েজিয়ান সংবিধানের তথাকথিত জোডেপারাগ্রাফেন অর্থাৎ ইহুদি অনুচ্ছেদ করলেন পুনর্বহাল। ইহুদিদের অভিগমনকে বাধাগ্রস্ত করার দরুন এই অনুচ্ছেদটি ১৮৫১ সালে সংবিধান থেকে মুছে ফেলা হয়েছিল। নভেম্বর, ১৯৪২ থেকে কুইসলিং বেশ কিছু আইনে স্বাক্ষর করেন যা ইহুদি পুরুষদের গ্রেপ্তার এবং ইহুদি মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্তের অধিকার প্রদান করে। এভাবে হিটলারের সমর্থনে বহু ইহুদিকে হত্যা করেন কুইসলিং। প্রায় ১,০০০ ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর পেছনে প্রত্যক্ষভাবে জড়িত তিনি।
কুইসলিংয়ের নির্মম পরিণতি
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির শোচনীয় পরাজয়ের পর নরওয়ের জনগণ কুইসলিংকে বিচারের সম্মুখীন করে। নির্বাসিত নরওয়েজিয়ান সরকার লণ্ডন থেকে ফিরে আসে এবং অবিলম্বে কুইসলিংকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাষ্টদ্রোহ, বিদেশী সরকারকে সহায়তা, হত্যা, আত্মসাৎ, চুরি ও অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়। আদালতে কুইসলিং নিজের পক্ষে এক অদ্ভুত যুক্তি দেখিয়েছিলেন। তার দাবি ছিল, নরওয়ের স্বাধীনতা ও স্বার্থ পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি সর্বদা কাজ করেছেন। আদালতের বিচারে কুইসলিংকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর অসলোর আকেরশাস দুর্গে তার ফাঁসি কার্যকর করা হয়।
নরওয়েতে কুইসলিং শব্দটি তখন থেকে বিশ্বাসঘাতকের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, এবং পরবর্তীতে এটি ইংরেজি শব্দভাণ্ডারেও যুক্ত হয়েছে।