কেমন ছিলো হাল ফ্যাশন ২০১৭?

ফ্যাশনে প্রতিবছর ভিন্নতা আসবে না, তা কি হয়? এ বছর জুড়ে ফ্যাশনে ছিলো নানান ঢঙ ও রঙ! চলুন দেখা নেয়া যাক এই বছরের ফ্যাশনের হালচাল।

লিপস্টিকে ভিন্নতা

বছর ঘুরে বিভিন্ন সময়ে লিপস্টিক নিয়ে কম পরখ করা হয়নি মোটেই! তবে সবচাইতে বেশি লক্ষণীয় ছিলো গাঢ় রঙের লিপস্টিকগুলো। বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিনে বা অনাড়ম্বর সব অনুষ্ঠানে তারকাদের ঠোঁট সেজেছিলো গাঢ় ও বিচিত্র রঙের সব লিপস্টিকে। ব্যস, এরপর থেকেই তা জায়গা করে নিলো এ বছরের হাল ফ্যাশনে! বেগুনি, কালচে লাল, কমলা রঙগুলোর চল ছিলো বেশি। এছাড়াও চোখে স্মোকি সাজের সাথে একেবারে হালকা বা ন্যুড রঙের লিপস্টিক এবং শুধু লিপগ্লসের ব্যবহারও দেখা গিয়েছে ঠোঁটে। বিভিন্ন রঙের লিপস্টিকের উপরে গ্লিটারের ব্যবহারও ছিলো অনেকের পছন্দের তালিকায়।

বিচিত্র রঙে ঠোঁট রাঙিয়ে তোলা ছিলো হাল ফ্যাশনে; Image Source: Images Dawn

নানান ঢঙে চুলের ছাঁট

মেয়েদের চুলে ফ্যাশন

লম্বা চুলের চাইতে ছোট চুলের ফ্যাশনই ছিলো রমরমা! ব্লান্ট বব কাটের (পেছনের চুল কাঁধের উপর পর্যন্ত ছাঁটা আর সামনে চোয়ালের দিকে এসে বড় ও চোখা) দেখা মিলেছে সচরাচর। হলিউদের জনপ্রিয় তারকা বেলা হাদিদ, সেলেনা গোমেজ ও রিয়ানার চুলে দেখা গিয়েছে এই ধাঁচের কাট। তরুণীদের পছন্দের তালিকায় ছিলো ইমো কাট, ভলিউম লেয়ার, স্লাইস ও স্টেপ কাট। এছাড়াও উচু এবং টাইট করে পনিটেইল করা আর আলতোভাবে বেণিরও চল ছিলো। চুলে এহেন কোনো রঙ নেই যা স্টাইলিংয়ে রাখতে কার্পণ্য করা হয়েছে! পুরো চুলে রঙ করার ফ্যাশনটা তো বহু আগেরই। কিন্তু চলতি ফ্যাশনে অম্ব্রে (শুধু চুলের নিচের অংশটুকু রঙ করা), বিভিন্ন রঙের স্টিক ও শেড রঙ ছিলো চোখে পড়ার মতো।

ব্লান্ট বব কাটে সেলিনা গোমেজ, Image Source: cambio

ছেলেদের চুলে ফ্যাশন

এখন কিন্তু আর ছেলেরা এলোমেলো থাকতে চায় না। মেয়েদের ফ্যাশন সচেতনতার সাথে তাল মিলিয়ে তারাও কম এগিয়ে নেই! তবে এ বছর আবহাওয়ার কারণেই সবার চুলে একেবারে ছোট বা আর্মি কাট ছিলো। আর চুলে জেল দিয়ে নানাভাবে স্পাইক করাও ছিলো হাল ফ্যাশনের অন্তর্ভুক্ত।

ছোট ছাঁটের চুলের চল ছিলো বেশ, Image Source: theidleman.com

কামিজ, কুর্তির নানান ডিজাইন

একটি বা দুটি নয়, কামিজ আর কুর্তির ঢঙে বেশ কয়েকটি ডিজাইন জায়গা করে নিয়েছিলো হাল ফ্যাশনে। কামিজ বা কুর্তার পেছন দিকটা বড় আর সামনের দিকটা ছোট করে নকশা করা হয়েছিলো এবং এই স্টাইলের কামিজ-কুর্তাকে নাম দেয়া হয়েছে লো-হাই ড্রেস। এক রঙের বা অ্যাম্ব্রয়ডারি করা কাপড়ে বেশি মানানসই দেখায় এই ডিজাইনটি। শার্ট স্টাইলের কামিজ, মাঝখানে কাটা (ফ্রন্ট স্লিট), পাশে কাটা (সাইড স্লিট) কামিজ, আনারকলি ও ছয় ছাঁটের চল ছিলো অনেক। তবে কম-বেশি সব ডিজাইনের কামিজ-কুর্তাগুলো ছিলো সাইজে লম্বা ধরনের। অনেক কুর্তা আর কামিজের আবার দু’পাশে পকেট দেয়ার বিষয়টিও লক্ষ্য করা গিয়েছে।

ফ্রন্ট বা সাইড স্লিটের কামিজের চাহিদা ছিলো অনেক, Image Source: Shoppingover

কোটির চল

কামিজ, কুর্তা, ফতুয়ার সাথে কোটি পরার চল কিন্তু বহু আগে থেকেই আছে। তবে কালের বিবর্তনে কাট-ছাট আর রঙে-ঢঙে পরিবর্তনও এসেছে অনেক। এ বছরের কোটিগুলোর আকার গতানুগতিক কোটিগুলোর চাইতে বড় ধরনের ছিলো। আর কারুকাজ ছিলো পুরোটা জুড়ে বা কোনো কোনোটি একদম সাধারণ ধাঁচের। আর এখনকার কোটিগুলো গাঢ় রঙের কাপড় দিয়েই করা হয় বেশি। শাড়ির সাথে কোটির চলটিও বেশ ভালোই সাড়া পেয়েছে এ বছরের হাল ফ্যাশনে।

কোটিগুলো ছিলো লম্বা ধাঁচের, Image Source: YouTube

পায়ের পোশাকে ভিন্নতা

পালজো, ঢোলা পায়জামা, লেগিংস, ধুতি পায়জামার চল কিন্তু একেবারেই কখনো উঠে যায় না! এর ব্যতিক্রম ঘটেনি এ বছরের ফ্যাশনেও! পালাজ্জোতে বেড়েছে ঘেরের পরিমাণ, নিচের দিকে পিকো বা হেম লাইনে এসেছে নানা ধরনের ভিন্নতা। নতুন করে চল এসেছে এক ছাঁটের পায়জামা আর পাশে অল্প কাঁটা হয়ে তার উপরে কয়েকটি বোতাম দেয়া। ফ্রন্ট স্লিট ও সাইড স্লিট কামিজ-কুর্তার সাথে সাধারণ বা কাজ করা লেগিংস বা সাধারণ ও কাজ করা পালাজ্জোও পরা হয়েছে। ফতুয়া, টপ বা শার্টের সাথে ফাটা জিন্সের কদর ছিলো বেশ। আবার একেবারে ক্যাজুয়াল লুক যাদের পছন্দ, তারা কেউ কেউ বেছে নিয়েছেন ব্যাগি প্যান্টের চলটাকে! সিগারেট প্যান্টের চলও ছিলো বেশ লক্ষণীয়!

যথেষ্ট ভিন্নতা ছিলো পায়ের পোশাকেও!, Image Source: fashionbuzzer.com

লং শ্রাগ

ছোট, হাতা কাটা টপ বা যেকোনো ধরনের ফতুয়ার উপর লম্বা শ্রাগ পরেছেন অনেকেই! এগুলোর মাঝে ডিজাইন থেকে শুরু করে ভিন্নতা ছিলো কাপড়েও! নেটের লম্বা শ্রাগগুলো প্রায় সবই এক রঙের ভেতর ছিলো। গেঞ্জি বা জর্জেট কাপড়েরগুলোতে আবার হালকা কাজও দেখা গিয়েছে। তবে সবগুলোর কোনোটার পিছনে, সামনে বা পাশে বেল্ট অথবা ফিতা ছিলো। কোনো কোনোটি আবার সামনে দিয়ে একেবারেই খোলা। আবার অনেকগুলোর সামনের দিকে পুরোটাই বা কয়েকটি বোতাম লাগানো ছিলো।

লম্বা এই শ্রাগগুলো ছিলো এবারের ফ্যাশনে, -Image Source: YouTube

গয়নার হালচাল

গয়নার কথা বলতেই চোখ বন্ধ করে আপনার মাথায় কোনটি এসেছে বলুন তো? নিশ্চয়ই নাকের বাহারি সব গয়না! হ্যাঁ, ঠিক তাই! নাকের নানান রকম গয়নার মধ্যে নাকের চিপার চলই ছিলো বেশি। বড় সাইজের নাকের চিপা আর তা হতে হবে সিলভার বা রূপালি রঙের। আর তাতে থাকবে মিনাকারী থেকে শুরু করে নানান কারুকার্য। কোনো কোনোটির আবার জ্যামিতিক ধাঁচও ছিলো। জমকালো আয়োজনে গলার গয়নায় সবাই বেছে নিয়েছে ঐতিহ্যবাহী সব গয়না এবং সেগুলোও বেশিরভাগই ছিলো রূপালি রঙের। আর গলার সাথে লাগানো গয়না, চোকার তো গলার গয়না হিসেবে সবার পছন্দের তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে।

এছাড়াও ট্যাসেল কান ও গলা, এই দুইয়ের গয়না হিসেবে চল ছিলো বেশ ভালোই। কানে ছোট দুলের চাইতে বড় ঝুমকা, লম্বাটে দুল, দুই কানে দুই রকম দুল, জয়পুরি দুলের চল দেখা গিয়েছে অনেক। মাটির গয়নাও ছিলো অনেকের পছন্দের তালিকায়। ভিন্নতা এসেছিলো কপালের টিপেও! সাধারণভাবে বাজার থেকে কিনে আনা টিপের বাইরে অনেকেই রঙ তুলিতে নকশা করে নিজের মন মতো সাজিয়ে নিয়েছেন কপালের টিপকে। বড় সাইজের টিপের চল ছিলো লক্ষ্যণীয়। আর আঙুলে শোভা পেয়েছে ঢাউস সাইজের আংটি। কপার রঙ বা ভিন্টেজ স্টাইলের আংটির চলই ছিলো বেশি। তবে হাতের চুড়ি, বালা ও পায়ের নুপূর বা পায়েলে খুব বেশি একটা ভিন্নতা লক্ষ্য করা যায়নি।

নাকে শোভা পেয়েছিলো এ ধরনের নাকফুল, Image Source: The Indian Express

হাতার বিভিন্ন আঙ্গিক

চলতি বছরের প্রায় শেষের দিকেই কামিজ, কুর্তা, ফতুয়া ও টপসের হাতায় বিভিন্ন রকম ডিজাইন লক্ষ্য করা গিয়েছে। লেয়ারড স্লিভ যা কাঁধ থেকে বা কনুই থেকে শুরু করে থাক থাক হয়ে নিচের দিকে আসে, বেলুনের মতো ফোলা হাতা, বেল স্লিভের চল কাপড়-চোপড়ের ঢঙ বদলে দিয়ে বেশ একটা ট্রেন্ডি লুক এনে দিয়েছে। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে টপসগুলোতে কাঁধের থেকে কিছুটা নিচ পর্যন্ত খোলা হাতা বা কোল্ড শোল্ডার হাতাও দেখা গিয়েছে অনেক।

ছাপা শাড়ি

এবারের শাড়িগুলোতে বিভিন্ন জনপ্রিয় চরিত্র, সাম্প্রতিক ঘটনা, বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য আর ঐতিহ্যবাহী জিনিসের দেখা মিলেছে। যদিও এর আগেও নানা উৎসবে এই ধাঁচের ছাপা শাড়ি লক্ষ্য করা যায়। তবে এ বছরে উৎসব ছাড়াও বিভিন্ন সময়ে দেখা গিয়েছে ছাপা শাড়ির প্রচলন। এই ধরনের শাড়িগুলো বেশিরভাগ সুতি, খাদি বা কোটা কাপড়ের শাড়িই ছিলো।

ছাপা শাড়ির হিড়িক পড়েছিলো ভালোই, Image Source: Bangla Tribune

কেপ

শাড়ি বা কামিজ-কুর্তার উপর হাতাবিহীন লম্বা ঢলঢলে যেই পোশাকটি মাটি ছুঁইছুঁই অবস্থায় থাকে, তা-ই হলো কেপ। বেশিভাগ কেপই জর্জেট বা নেটের কাপড়ের হয়ে থাকে। হয় একেবারেই সাধারণ, নাহয় গোল গলা হয়ে নিচের দিকে লেস বসানো থাকে কেপগুলোতে।

ফিচার ইমেজ- popsugar.com

Related Articles

Exit mobile version