আরবি সাহিত্য: ইসলাম-পূর্ব ও পরবর্তী যুগ
ইসলামের আবির্ভাবের সাথে সাথে কুরআন অধ্যয়ন ও তেলাওয়াতের কেন্দ্রীয় কাজ হয়ে ওঠে। কুরআন ধ্রুপদী আরবিতে রচিত। পরবর্তীতে আরবি সাহিত্যে কুরআনের ধ্রুপদী রূপকে আদর্শ মান ধরে অন্যান্য সাহিত্যকর্ম লিখা হয়েছে। এজন্য ইসলাম পরবর্তী যুগের সাহিত্যকর্মে কুরআনের প্রভাব দেখা যায়।