কেমন ছিলেন বাংলার প্রথিতযশা সাহিত্যিকদের মায়েরা?
বাংলা সাহিত্যের নামকরা সব সাহিত্যিকের মায়েদের জীবন কেমন ছিল, তা সাহিত্য পাঠক অনেকেরই এক আগ্রহের বিষয়। সাহিত্যিকদের মায়েরা কি সারাজীবন গৃহস্থালী জীবনের চার দেয়ালে আটকে ছিলেন, নাকি তাদের মধ্যেও ছিল নানা প্রতিভা, যা পরবর্তীকালে তাদের সন্তানদের মধ্যে স্ফূরিত হয়েছিল? বাংলার স্বনামধন্য কয়েকজন সাহিত্যিকের মায়েদের বিচিত্ররঙা জীবন সর্ম্পকে জানতে চেষ্টা করবো আজ।