Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

মাইকেল মধুসূদন দত্ত: বাংলার মহাকবি

কয়েকদিন থেকেই মধুসূদনের ধর্মত্যাগের কথা দেশে রাষ্ট্র হয়ে গেছিলো, তাই উৎসুক জনতার ভীড় ও কোন উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই গীর্জার চারিদিকে সশস্ত্র পাহারা বসানো হয়েছিলো। মাইকেল মধুসূদন দত্ত নতুন ধর্মে দীক্ষা নেওয়ার পর কয়েকদিন গীর্জার মধ্যেই অবস্থান করে।

article

টেড হিউজ: আলোচিত-সমালোচিত এক কবি

এই কবির কবিতা যেমন সাহিত্যের অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে, তেমনি পাঠকদের নজর কেড়েছে তার বৈচিত্র্যময় ব্যক্তিজীবন। বিশেষ করে দু:খ-জাগানিয়া কবি সিলভিয়া প্লাথের জীবনের সাথে হিউজের সম্পৃক্ততাই যেন সবার দৃষ্টি আকর্ষণের মূল কারণ।

article

উত্তর আয়ারল্যান্ডের প্রথম সাহিত্যিক হিসেবে ‘ম্যান বুকার’ জিতলেন আনা বার্নস

মূলত ১৯৬০ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত উত্তর আয়ারল্যান্ডে চলমান ক্যাথোলিক-প্রটেস্ট্যান্ট সহিংসতার কালখণ্ডকে ধারণ করে এই উপন্যাসটি রচনা করা হয়েছে। ধর্মের নামে এই যে বিভক্তি তা সমাজে নানাভাবে অন্তর্গত দ্বন্দ্ব, সহিংসতা, নারী নির্যাতন, খুন, ধর্ষণ ইত্যাদিকে উস্কে দেয়। সেসব ঘটনার রূপক উপস্থাপনা উঠে এসেছে ‘মিল্কম্যান’ উপন্যাসের বর্ণনায়- যা একটি প্রতিবাদও বটে।

article

যেভাবে নিজস্ব সাহিত্য রক্ষা করেছিলেন ওকিনাওয়ার সাহিত্যিকরা

শুধু বহিরাগতদের দ্বারা নয়- খোদ জাপানিদের দ্বারাও বহুবার নির্যাতিত ও নিপীড়িত হয়েছে ওকিনাওয়ারা। তাদের উপরে চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে জাপানি ভাষা ও সাহিত্য। স্থানীয় ওকিনাওয়া ভাষায় লিখিত সাহিত্যকে বিলুপ্ত করে দেয়ার চেষ্টাও করা হয়েছে। কিন্তু একদল স্থানীয় কবি-সাহিত্যিকদের প্রবল বাধা ও লড়াইয়ের মুখে এখন পর্যন্ত টিকে আছে ওকিনাওয়া ভাষা ও সাহিত্য।

article

সিলভিয়া প্লাথ: ইংরেজি সাহিত্যের চিরদুঃখী নজরুল

সিলভিয়া প্লাথের বিষাদময় জীবনের শুরু হয়েছিলো সেই ছোটবেলা থেকেই। বাবা ছিলেন বলতে গেলে ছোট্ট সিলভিয়ার শৈশবের প্রধান নিয়ন্ত্রক, প্রফেসর বাবার কঠোর শাসন ও নিয়ন্ত্রণ পরবর্তীতে কবির মন ও মননে গভীর ছাপ ফেলে। সিলভিয়ার বিখ্যাত কবিতা “Daddy”ই যেন কবি ও তাঁর পিতার সম্পর্কের টানাপোড়নের সবচেয়ে বাস্তব কাব্যিক রূপ।

article

‘কান্তকবি’ রজনীকান্ত সেন: বাংলা গানের এক ক্ষণজন্মা দিকপাল

বাংলা ভাষায় যে পাঁচজন কবি কবিতার পাশাপাশি সঙ্গীত রচনায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, তাদের বলা হয় ‘পঞ্চকবি’। রজনীকান্ত সেন সেই ‘পঞ্চকবি’দেরই একজন। কর্কট রোগের মত দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করে দিয়ে যে সব অশ্রুতপূর্ব গান রচনা সেগুলোই ছিলো তাঁর শেষ দিনগুলোর অনিঃশেষ প্রাণশক্তির উৎস।

article

পুলক বন্দোপাধ্যায়: বাংলা গানে যিনি দিয়েছিলেন আধুনিক কাব্যের ছোঁয়া

১৯৩১ সালের ২ মে হাওড়ায় জন্মগ্রহণ করেন পুলক বন্দোপাধ্যায়। পিতা কান্তিভূষণ বন্দোপাধ্যায় ছিলেন অনেক গুণের অধিকারী। ছবি আঁকতেন, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতেন, গান গাইতেন আর কবিতা লিখতেন। তাই খুব ছোটবেলা থেকেই লেখালেখির হাতখড়ি হয় পুলক বন্দোপাধ্যায়ের। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় বন্ধুদের অনুরোধে একটি ছড়া লিখে পাঠিয়ে দিলেন একটি জনপ্রিয় ম্যাগাজিনে। সেবছরের পূজাবার্ষিকীতে সেই ছড়া ছাপা হলো। সম্মানী হিসেবে পেলেন পাঁচ টাকা। সেই থেকে লেখালেখিতে এক ধরনের আত্মবিশ্বাস অনুভব করতে লাগলেন। দশম শ্রেণীতে পড়ার সময় ‘অভিমান’ ছবির জন্য প্রথম গান লেখেন। ছবির পরিচালক ‘রামচন্দ্র পাল’ গানের লেখককে দেখে বিশ্বাস করতে চাইলেন না গানগুলো এই অল্প বয়সী ছেলের লেখায়। শেষটাতে পরিচালকের সামনে বসে গান লিখে প্রমাণ দিতে হলো। কলেজ জীবনের শুরুতেই ‘ভারতবর্ষ’ মাসিক পত্রিকায় প্রকাশিত হয় তার লেখা প্রথম গল্প।

article

হাংরি মুভমেন্ট: কালচারাল বাস্টার্ড আর হা-ভবঘুরেদের বিপ্লব

কবিতার ইশতেহারে তিনি লিখলেন, “শিল্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কবিতা সৃষ্টির প্রথম শর্ত”। লিখলেন, “এখন কবিতা রচিত হয় অরগ্যাজমের মতো স্বতঃস্ফূর্তিতে”।

article

যারা বায়োবট: মানবজন্ম আর যন্ত্রজীবনের অসম লড়াই

ঝড়বাদলের সেই দিনটাতে অনাথআশ্রমের কাজ সেরে কুনিল আর লানা যখন ঘরে ফিরছে, সমুদ্রের তীরে গুটিসুটি হয়ে বসে থাকা একটা মানুষ নজর কাড়লো লানার। কে সে? ঝড়ের চোখ রাঙানি উপেক্ষা করে নির্ভয় বসে আছে সাগরের ধারে?

article

হাসির রাজা শিবরাম চক্রবর্তী

অন্যদিকে কেউ কেউ এই হাস্যরসকে নিয়ে গেছেন একেবারে শিল্পের পর্যায়ে। এইসব হাস্যরসে লেখকেরা শব্দের জাদুকরী খেলায় একদিকে যেমন পাঠককে হাসিয়েছেন আরেকদিকে তাদের মনোজগতে খুলে দিয়েছেন নতুন দ্বার। শিবরাম চক্রবর্তী এই দলেরই একজন। এপার বাংলা আর ওপার বাংলা মিলিয়ে আজ অব্দি যত হাস্যরস সমৃদ্ধ সাহিত্য রচিত হয়েছে তার মধ্যে শিবরামের লেখাগুলো এক বিশেষ স্থান দখল  করে আছে।

article

বিশ্বের অনন্য এক গ্রন্থাগার দ্য লাইব্রেরি অব কংগ্রেস

দ্য লাইব্রেরি অব কংগ্রেস সারা পৃথিবীর মানুষ যে গ্রন্থাগারকে এক নামে চেনে, যেখানে ৪৭০ ভাষার ১৬৪ মিলিয়নের অধিক বই, জার্নাল ও সংবাদপত্রসহ নানা নথিপত্র সংরক্ষিত এই গ্রন্থাগার বিশ্বের মধ্যে বৃহত্তম এবং অনন্য।

article

End of Articles

No More Articles to Load