রবীন্দ্রনাথের ছোট গল্পের নারীরা
রবীন্দ্রনাথের ছোট গল্পের নারীরা ছিল অত্যন্ত সংবেদনশীল। যদিও কবি তার কবিতা, উপন্যাস এবং গানেও নারীদের কথা উল্লেখ করেছেন, কিন্তু তার ছোট গল্পের নারীদেরকে তিনি একটু বিশেষ ভাবে উপস্থাপন করেছেন যেটা চোখে পড়ার মতো। সুবেদীতা এই প্রত্যেকটি নারীদের ভিতরকার সাধারণ একটি বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথের নারীরা সমাজের অন্তর্ভুক্ত যেকোনো অন্যায়ের স্বীকার হবে। কিন্তু তারা কোন ভাবেই সেই অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। মুখ বুঝে সব সহ্য করে নেয়। সামাজিক যেকোনো রীতিনীতি তাদের মেনে নিতে হয়, সেখানে তাদের নিজস্ব পছন্দ থাকুক বা না থাকুক। যা কিছু নিষিদ্ধ সেগুলো যদি তাদের ভাগ্যে এসে পড়ে সেটা তারা খুব শান্ত ভাবে মেনে নেয়। সমাজের কুসংস্কার এবং অযৌক্তিক রীতিনীতিকে হাসিমুখে মেনে নেয় রবীন্দ্রনাথের নারী চরিত্ররা। যত কষ্টই হোক না কেন, রবীন্দ্র নারীরা তাদের মনের কষ্ট মনেই লুকিয়ে রাখে, প্রকাশ করে না। এখানে রবীন্দ্রনাথের মুন্সিয়ানা হচ্ছে তার ছোটগল্পগুলোতে তৎকালীন সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থান যে কতটা শোচনীয় ছিলি সেটা খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন