মেসির প্রস্থান, বার্সার ব্যর্থতা, এবং একটি দীর্ঘশ্বাস
২১ বছর পর মেসি ও বার্সেলোনার পথচলা শেষ হয়ে গেল। বার্সা প্রবেশ করলো নতুন এক যুগে। আর মেসি হয়তো পাড়ি দেবেন নতুন চ্যালেঞ্জের খোঁজে। কিন্তু এই অসম সম্পর্ক শুধুমাত্র শেষ হয়ে গেল, লিগের নিয়মের মারপ্যাঁচ, আর্থিক দুর্দশা আর ক্লাবের প্রাক্তণ বোর্ডের চরম ব্যর্থতায়। লা লিগা হয়তো চাইলেই নিয়ম একটু শিথিল করতে পারতো, কিন্তু তারা তাদের স্থান থেকে এক প্রস্থও সরে যায়নি।